ভারতের সমস্ত রাষ্ট্রপতির তালিকা (১৯৫০-২০২১) [PDF]| All Presidents Of India List PDF| Sopoth.in

ভারতের সমস্ত রাষ্ট্রপতি (1950-2021) ও তাদের কার্যকাল তালিকা পিডিএফ ডাউনলোড | All Presidents Of India (1950-2021) List PDF In Bengali


ভারতের-সমস্ত-রাষ্ট্রপতির-তালিকা-পিডিএফ
ভারতের সমস্ত রাষ্ট্রপতির তালিকা

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত রাস্ট্রপতির তালিকা পিডিএফ শেয়ার করবো।

স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে কোন কোন ব্যক্তিরা ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের সমস্ত রাষ্ট্রপতি ও তাদের কার্যকাল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতের সমস্ত রাষ্ট্রপতি ও তাদের কার্যকাল তালিকা


ক্রমিক

রাস্ট্রপতির নাম (জীবনকাল)

কার্যকাল

প্রথম

ডঃ রাজেন্দ্রপ্রসাদ (1884-1963)

26.1.1950-13.5.1662

দ্বিতীয়

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ (1888-1975)

13.5.1962-13.5.1967

তৃতীয়

ডঃ জাকির হোসেন (1897-1969)

13.5.1967-

3.5.1969

(অস্থায়ী)

বরাহগিরি ভেঙ্কটগিরি (1894-1980)

3.5.1969-

20.7.1969

(অস্থায়ী)

মোহাম্মদ হিদায়েতুল্লা (1905-1992)

20.7.1969-

24.8.1969

চতুর্থ

বরাহগিরি ভেঙ্কটগিরি (1894-1980)

24.8.1969-

24.8.1974

পঞ্চম

ফখরুদ্দিন আলি আহমেদ (1905-1977)

24.8.1974-12.2.1977

(অস্থায়ী)

বি ডি জাত্তি (1912-2002)

12.2.1977-25.7.1977

ষষ্ঠ

নিলাম সঞ্জীব রেড্ডি (1913-1992)

25.7.1977-

25.7.1982

সপ্তম

জ্ঞানী জৈল সিং (1916-1994)

25.7.1982-25.7.1987

অষ্টম

রামস্বামী ভেঙ্কটরমন (1910-1992)

25.7.1987-25.7.1992

নবম

ডক্টর শংকরদায়াল শর্মা (1918-1999)

25.7.1992-

25.7.1997

দশম

কে আর নারায়ণন (1920-2005)

25.7.1997-

25.7.2002

একাদশ

পি জে আবদুল কালাম (1931-2015)

25.7.2002-25.7.2007

দ্বাদশ

প্রতিভা পাটিল (1934-জীবিত)

25.7.2007-24.7.2012

ত্রয়োদশ

প্রণব মুখার্জি (1935-2020)

25.7.2012-19.7.2017

চতুর্দশ

রামনাথ কোবিন্দ (1945-জীবিত)

20.7.2017-বর্তমান


ভারতের সমস্ত রাষ্ট্রপতি ও তাদের কার্যকাল তালিকা PDF Download করে নাও - All Presidents Of India List PDF Download


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ