WBP মক টেস্ট পর্ব-১২| WBP Online Mock Test in Bengali Part-12| Sopoth.in

ডাবলুবিপি মক টেস্ট পর্ব-১২ | WBP Mock Test in Bengali Part-12


WBP-কনস্টেবল-মক-টেস্ট-পর্ব-১২
WBP মক টেস্ট পর্ব-১২

WBP Mock Test-12 এর সম্পর্কে তথ্য

  • 👉Series এর নাম: Online WBP Mock Test
  • 👉Series এর পর্ব: 12
  • 👉মোট প্রশ্নের পরিমাণ: 35 টি
  • 👉প্রতিটি প্রশ্নের মান: 1 নম্বর
  • 👉প্রতিটি প্রশ্নের জন্য সময়: 40 সেকেন্ড
  • 👉Mock Test এর বিষয়: ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিলেবাসের গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় একত্রে


▶️Sopoth.in -এ মক টেস্ট কিভাবে দিতে হবে সেসব নিয়ম গুলি যদি না জানো তাহলে মক টেস্ট বক্সের নিচে গিয়ে বিস্তারিভাবে জেনে নাও তারপর Mock Test শুরু করো।


▶️এবারে নীচের 'Quiz শুরু করো' বোতামের ওপর ক্লিক করে Mock টেস্ট শুরু করো -


Quiz Application

প্রতিটি প্রশ্নের জন্য তুমি 40 সেকেন্ড করে সময় পাবে

সময় শেষ
score:

Quiz এর ফলাফল

মোট প্রশ্ন সংখ্যা:

Attempt করেছো:

সঠিক:

ভুল:

Percentage:


▶️অন্যান্য গুরুত্বপূর্ণ মকটেস্ট গুলি 👇

পর্ব - ১১ 👉

WBP মকটেস্ট - 11

পর্ব - ১০ 👉

WBP মকটেস্ট - 10


Online WBP Mock Test-12 এর বিস্তারিত নিয়মাবলী

  • সবার প্রথমে মক টেস্ট box - এর "Quiz শুরু করো" বোতামের ওপর ক্লিক করে Mock Test আরম্ভ করতে হবে
  • এর পর তোমার সামনে প্রথম প্রশ্ন দেখানো হবে
  • বাঁ দিকে ওপরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাকী থাকা সময় এর count down দেখানো হবে
  • ডান দিকে ওপরে তোমার এখনো পর্যন্ত প্রাপ্ত নম্বর দেখানো হবে
  • এগুলির নিচে সাদা box এ প্রশ্ন দেখানো হবে ও এর মাথায় প্রশ্নের ক্রমিক নম্বর দেখানো হবে
  • প্রশ্নের নীচে তোমায় পরপর দেওয়া চারটি নীল রঙের box এর মধ্যে চারটি option দেওয়া হবে
  • তোমার ইচ্ছে মতো এই চারটি option এর মধ্যে যেকোনোটির ওপর ক্লিক করে সঠিক উত্তরটি বেছে নিতে পারবে
  • তোমার বেছে নেওয়া উত্তরটি সঠিক হলে সেটি সবুজ রঙে দেখানো হবে, আর ভুল হলে লাল রঙে দেখানো হবে এবং সঠিক উত্তরটিও দেখানো হবে
  • এর পর তুমি "Next প্রশ্ন" বোতামের ওপর ক্লিক করে পরের প্রশ্নে চলে যেতে পারবে
  • এর পর একইভাবে পরের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং পরপর সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে
  • এই ভাবে সমস্ত প্রশ্ন শেষ হয়ে শেষ প্রশ্নে পৌঁছালে তোমার সামনে "Result দেখে নাও" বোতাম দেখানো হবে
  • এই "Result দেখে নাও" বোতামের ওপর ক্লিক করে তুমি তোমার পারফরমেন্স দেখে নিতে পারবে
  • Result এর বক্সে মোট প্রশ্ন সংখ্যা, কতগুলি attempt করেছ, কতোগুলি সঠিক হয়েছে, কতগুলি ভুল হোয়েছে এবং তোমার প্রাপ্ত নম্বরের percentage পরপর দেখানো হবে।
  • এগুলির নীচে দেওয়া "আবার শুরু করো" বোতামের ওপর ক্লিক করে পুনরায় প্রথম থেকে টেস্টটি দিয়ে নিতে পারবে
  • এর নিচে দেওয়া "প্রথমে ফিরে যাও" বোতামের ওপর ক্লিক করে আবার প্রথম অবস্থায় ফিরে যেতে পারবে।


কেনো তুমি Sopoth.in এর WBP Mock Test-12 টি দেবে?


▶️কারণ Sopoth.in এর WBP (পশ্চিমবঙ্গ পুলিশ) মকটেস্ট গুলি তোমাদের জন্য সবচেয়ে বেশী উপযোগী, যেহেতু -

  • এই WBP মকটেস্ট গুলি WBP পরীক্ষার সিলেবাস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলির ওপর ভিত্তি করেই প্রস্তুত করা হয়েছে
  • এই WBP Mock Test গুলি তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুত করা হয়েছে যাতে তোমাদের টাকা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে না হয়
  • এই WBP Mock Test গুলি তোমরা দিনের যেকোনো সময় তোমাদের ইচ্ছেমতো যতবার খুশি ততবার দিতে পারবে
  • Mock Test এর যে প্রশ্ন গুলির উত্তরের সঙ্গে প্রয়োজনীয় অতিরিক্ত যেসব তথ্য দেওয়ার প্রয়োজন, সেগুলোও দেওয়া হয়েছে
  • প্রতিটি WBP মক টেস্ট এর শেষে তোমার রেজাল্ট এবং পার্সেন্টেজ বিশ্লেষণ করে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ