ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর তালিকা (১৯৪৭-২০২১) [PDF]| All Prime Ministers Of India List PDF| Sopoth.in

ভারতের সমস্ত প্রধানমন্ত্রী (1947-2021) ও তাদের কার্যকাল তালিকা পিডিএফ ডাউনলোড | All Prime Ministers Of India (1947-2021) List PDF In Bengali


ভারতের-সমস্ত-প্রধানমন্ত্রীর-তালিকা-পিডিএফ
ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর তালিকা

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর তালিকা পিডিএফ শেয়ার করবো।

স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে কোন কোন ব্যক্তিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের সমস্ত প্রধানমন্ত্রী ও তাদের কার্যকাল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতের সমস্ত প্রধানমন্ত্রী ও তাদের কার্যকাল তালিকা


ক্রমিক

প্রধানমন্ত্রীর নাম

কার্যকাল

প্রথম

জওহরলাল নেহেরু

15.8.1947-27.5.1964

(অস্থায়ী)

গুলজারিলাল নন্দ (অস্থায়ী)

27.5.1964-9.6.1964

দ্বিতীয়

লালবাহাদুর শাস্ত্রী

9.6.1964-11.1.1966

(অস্থায়ী)

গুলজারিলাল নন্দ (অস্থায়ী)

11.1.1966-24.1.1996

তৃতীয়

ইন্দিরা গান্ধী

24.1.1996-24.3.1977

চতুর্থ

মোরারজি দেশাই

24.3.1977-28.7.1979

পঞ্চম

চরণ সিং

28.7.1979-14.1.1980

ষষ্ঠ

ইন্দিরা গান্ধী

14.1.1980-31.10.1984

সপ্তম

রাজীব গান্ধী

31.10.1984-1.12.1989

অষ্টম

বিশ্বনাথ প্রতাপ সিং

2.12.1989-10.11.1990

নবম

চন্দ্রশেখর

10.11.1990-21.6.1991

দশম

পি ভি নরসিমা রাও

21.6.1991-15.5.1996

একাদশ

অটল বিহারি বাজপেয়ি

16.5.1996-1.6.1996

দ্বাদশ

এইচ ডি দেবগৌড়া

1.6.1996-21.4.1997

ত্রয়োদশ

আই কে গুজরাল

21.4.1997-18.3.1998

চতুর্দশ

অটল বিহারি বাজপেয়ি

19.3.1999-22.5.2004

পঞ্চদশ

ডঃ মনমোহন সিং

22.5.2004-26.5.2014

ষষ্ঠদশ

নরেন্দ্র মোদি

26.5.2014-বর্তমান


ভারতের সমস্ত প্রধানমন্ত্রী ও তাদের কার্যকাল তালিকা PDF Download করে নাও - All Prime Ministers Of India List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ