মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা, বহিঃক্ষরা ও মিশ্র গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোন তালিকা পিডিএফ ডাউনলোড | Glands And Secreted Hormones Of Human Body PDF In Bengali
মানবদেহের গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা, বহিঃক্ষরা ও মিশ্র গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোন সম্পূর্ণ তালিকা
গ্রন্থি |
অবস্থান |
নিঃসৃত হরমোন |
পিটুইটারি |
মস্তিষ্কের করোটির স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্ঠ |
অগ্রভাগ: STH, TSH, ACTH,
GTH, LTH মধ্যভাগ: MSH পশ্চাদ্ভাগ: ADH, অক্সিটোসিন |
থাইরয়েড |
গ্রীবাদেশে ল্যরিংস ও ট্রাকিয়ার দুপাশে |
থাইরক্সিন, ক্যালসিটোনিন, ট্রাই আয়োডো থাইরক্সিন |
প্যারা-থাইরয়েড |
থাইরয়েডের অঙ্কদেশ |
প্যারাহরমোন |
অ্যাড্রিনাল |
বৃক্কের উপরিভাগে |
কর্টেক্স-গ্লুকোকর্টিকয়েড, মিনারলো কর্টিকয়েড, যৌন কর্টিকয়েড, মেডালা অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন |
ডিম্বাশয় |
স্ত্রীদেহের শ্রোণীগহবর |
ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিলাক্সিন |
শুক্রাশয় |
পুরুষদের দেহ গহবর এর বাইরে স্ক্রোটাম নামক থলিতে |
টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেরন |
প্লাসেন্টা |
গর্ভবতী স্ত্রী দেহের জরায়ু গাত্রে |
কোরিওনিক গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিলাক্সিন |
থাইমাস |
থাইরয়েডের নিচে ট্রাকিয়ার অঙ্কদেশে |
থাইমোসিন |
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স |
অগ্ন্যাশয় এর মধ্যে |
ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন |
পিনিয়াল বডি |
মস্তিষ্কের কর্পাস ক্যালোমাসের নিচে |
এই গ্রন্থি থেকে মানবদেহে কোনো হরমোন নিঃসৃত হয় না, অন্যান্য স্তন্যপায়ীর দেহে নিঃসৃত হরমোন: মেলাটোনিন, গ্লোমেরু লোট্রফিন |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!