মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম তালিকা [PDF] | Sopoth.in

মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা, বহিঃক্ষরা ও মিশ্র গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোন তালিকা পিডিএফ ডাউনলোড | Glands And Secreted Hormones Of Human Body PDF In Bengali


মানবদেহের-অন্তঃক্ষরা-গ্রন্থির-অবস্থান-ও-নিঃসৃত-হরমোন-পিডিএফ
মানবদেহের বিভিন্ন গ্রন্থি ও নিঃসৃত হরমোন

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে মানবদেহের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোন তালিকা পিডিএফ শেয়ার করবো।

যেসব গ্রন্থির ক্ষরিত রস নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে নিঃসৃত না হয়ে সরাসরি দেহরসে (রক্ত ও লসিকা) মিশে যায় তাদের অন্তক্ষরা বা অনাল গ্রন্থি বলে।

মানবদেহের গুরুত্বপূর্ণ বিভিন্ন অন্তঃক্ষরা, বহিঃক্ষরা ও মিশ্র গ্রন্থির অবস্থান ও তাদের থেকে নিঃসৃত হরমোন সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে মানবদেহের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

মানবদেহের গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা, বহিঃক্ষরা ও মিশ্র গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোন সম্পূর্ণ তালিকা


গ্রন্থি

অবস্থান

নিঃসৃত হরমোন

পিটুইটারি

মস্তিষ্কের করোটির স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্ঠ

অগ্রভাগ: STH, TSH, ACTH, GTH, LTH

মধ্যভাগ: MSH

পশ্চাদ্ভাগ: ADH, অক্সিটোসিন

থাইরয়েড

গ্রীবাদেশে ল্যরিংস ট্রাকিয়ার দুপাশে

থাইরক্সিন, ক্যালসিটোনিন, ট্রাই আয়োডো থাইরক্সিন

প্যারা-থাইরয়েড

থাইরয়েডের অঙ্কদেশ

প্যারাহরমোন

অ্যাড্রিনাল

বৃক্কের উপরিভাগে

কর্টেক্স-গ্লুকোকর্টিকয়েড, মিনারলো কর্টিকয়েড, যৌন কর্টিকয়েড, মেডালা অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন

ডিম্বাশয়

স্ত্রীদেহের শ্রোণীগহবর

ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিলাক্সিন

শুক্রাশয়

পুরুষদের দেহ গহবর এর বাইরে স্ক্রোটাম নামক থলিতে

টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেরন

প্লাসেন্টা

গর্ভবতী স্ত্রী দেহের জরায়ু গাত্রে

কোরিওনিক গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিলাক্সিন

থাইমাস

থাইরয়েডের নিচে ট্রাকিয়ার অঙ্কদেশে

থাইমোসিন

আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

অগ্ন্যাশয় এর মধ্যে

ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন

পিনিয়াল বডি

মস্তিষ্কের কর্পাস ক্যালোমাসের নিচে

এই গ্রন্থি থেকে মানবদেহে কোনো হরমোন নিঃসৃত হয় না,

অন্যান্য স্তন্যপায়ীর দেহে নিঃসৃত হরমোন: মেলাটোনিন, গ্লোমেরু লোট্রফিন


মানবদেহের অন্তঃক্ষরা ও বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


FAQs - মানবদেহের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম সম্পর্কে কিছু প্রশ্ন


1. মানবদেহের দুটি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম লেখ।
পিটুইটারি (মস্তিষ্কে): STH; থাইরয়েড (গ্রীবাদেশে): থাইরক্সিন।

2. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এমন হরমোন কি?
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো: STH, TSH (পিটুইটারি নিঃসৃত)।

3. মানবদেহের দুটি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান লেখ।
দুটি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান হলো- পিটুইটারি: মস্তিষ্কে; থাইরয়েড: গ্রীবাদেশে।

4. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এমন হরমোন কি?
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না: ঘর্ম, লালা ইত্যাদি।

5. মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি?
মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হলো: অগ্ন্যাশয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ