গুরুত্বপূর্ণ ধাতু ও অধাতুর রাসায়নিক সংকেত তালিকা পিডিএফ ডাউনলোড - Chemical Symbol Of Important Metals and Nonmetals PDF In Bengali
![]() |
গুরুত্বপূর্ণ ধাতু ও অধাতুর সংকেত PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধাতু ও অধাতুর সংকেত তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ এই সমস্ত ধাতু ও অধাতুর রাসায়নিক সংকেত গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই একাধিক চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন ধাতু ও অধাতুর গুরুত্বপূর্ণ রাসায়নিক সংকেত সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
গুরুত্বপূর্ণ ধাতু ও অধাতুর সংকেত তালিকা
ধাতু/অধাতু |
সংকেত |
ধাতুর তালিকা |
|
প্লুটোনিয়াম |
Pu |
ইউরেনিয়াম |
U |
থোরিয়াম |
Th |
অ্যালুমিনিয়াম |
Al |
নিকেল |
Ni |
বেরিলিয়াম |
Be |
জার্মেনিয়াম |
Ge |
ক্যাডমিয়াম |
Cd |
রেডিয়াম |
Ra |
ক্যালসিয়াম |
Ca |
ম্যাগনেসিয়াম |
Mg |
পটাশিয়াম |
K |
সোডিয়াম |
Na |
ম্যাঙ্গানিজ |
Mn |
জিংক |
Zn |
কোবাল্ট |
Co |
অ্যান্টিমনি |
Sb |
বিসমাথ |
Bi |
প্লাটিনাম |
Pt |
সোনা |
Au |
রুপো |
Ag |
মার্কারি/পারদ |
Hg |
আয়রন/লোহা |
Fe |
কপার/তামা |
Cu |
লেড/সিসা |
Pb |
স্ক্যানডিয়াম |
Sc |
রুবিডিয়াম |
Rb |
মলিবডেনাম |
Mo |
লিথিয়াম |
Li |
অ্যাক্টিনিয়াম |
Ac |
লরেন্সিয়াম |
Lr |
ক্রোমিয়াম |
Cr |
ভ্যানাডিয়াম |
V |
অধাতুর তালিকা |
|
ক্লোরিন |
Cl |
ফ্লোরিন |
F |
ব্রোমিন |
Br |
আয়োডিন |
I |
কার্বন |
C |
আর্সেনিক |
As |
নাইট্রোজেন |
N |
হাইড্রোজেন |
H |
অক্সিজেন |
O |
ফসফরাস |
P |
সালফার |
S |
গুরুত্বপূর্ণ ধাতু ও অধাতুর রাসায়নিক সংকেত তালিকা PDF Download করে নাও - Chemical Symbol Of Metals and Nonmetals List PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 কিছু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট 👇
FAQs - ধাতু ও অধাতুর রাসায়নিক সংকেত সম্পর্কিত কিছু প্রশ্ন
1. অ্যান্টিমনির রাসায়নিক সংকেত কি?
Sb
2. সোনার রাসায়নিক সংকেত কি?
Au
3. রুপোর রাসায়নিক সংকেত কি?
Ag
4. পারদ - মার্কারির রাসায়নিক সংকেত কি?
Hg
5. প্লাটিনাম এর রাসায়নিক সংকেত কি?
Pt
6. লেড - সীসার রাসায়নিক সংকেত কি?
Pb
7. কয়েকটি ধাতুর নাম লেখ।
কয়েকটি ধাতুর নাম হল- সোনা (Au), রুপা (Ag), তামা (Cu) ইত্যাদি।
8. ধাতু ও অধাতুর উদাহরণ লেখ।
ধাতু ও অধাতুর উদাহরণ জেনে নাও এই পোস্টে।
9. ধাতু ও অধাতুর ব্যবহার লেখ।
ধাতু ও অধাতুর ব্যবহার সম্পর্কে জেনে নাও এই পেজে।
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!