ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি (1952-2021) ও তাদের কার্যকাল তালিকা পিডিএফ ডাউনলোড | All Vice Presidents Of India (1952-2021) List PDF In Bengali
![]() |
ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি ও কার্যকাল পিডিএফ |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত উপরাষ্ট্রপতির তালিকা পিডিএফ শেয়ার করবো।
স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে কোন কোন ব্যক্তিরা ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি ও তাদের কার্যকাল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি ও তাদের কার্যকাল তালিকা
উপরাষ্ট্রপতি (জীবনকাল) |
কার্যকাল |
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (1888-1975) |
1952-1962 |
ডঃ জাকির হোসেন (1897-1969) |
1962-1967 |
বরাহগিরি ভেঙ্কটগিরি (1884-1980) |
1967-1969 |
গোপালস্বরূপ পাঠক (1896-1982) |
1969-1974 |
বি ডি জাত্তি (1913-2002) |
1974-1979 |
মোহাম্মদ হিদায়াতুল্লাহ (1905-1992) |
1979-1984 |
রামস্বামী ভেঙ্কট রমন (1910-1992) |
1984-1987 |
ডঃ শংকর দায়াল শর্মা (1918-1999) |
1887-1992 |
কে আর নারায়ণন (1920-2005) |
1992-1997 |
কৃষ্ণ কান্ত (1927-2002) |
1997-2002 |
ভৈরো সিং শেখাওয়াত (1923-2010) |
2002-2007 |
হামিদ আনসারি (1923-) |
2007-2017 |
ভেঙ্কাইয়া নাইডু (1949-) |
2017-বর্তমান |
ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি ও তাদের কার্যকাল তালিকা PDF Download করে নাও - All Vice Presidents Of India List PDF Download
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!