ভারতীয় সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৮০+ প্রশ্ন [PDF]| 80+ Questions On Indian Music & Dance Forms PDF| Sopoth.in

ভারতীয় সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত ৮০+ প্রশ্ন পিডিএফ ডাউনলোড | 80+ Questions On Indian Music & Dance Forms PDF In Bengali


ভারতীয়-প্রাদেশিক-সংগীত-ও-নৃত্য-সম্পর্কিত-প্রশ্ন-pdf
ভারতীয় সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্ন PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতীয় আঞ্চলিক সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত 80+ প্রশ্ন PDF শেয়ার করবো।

ভারতের আঞ্চলিক ও প্রাদেশিক বিভিন্ন সংগীতের ধরন ও প্রাদেশিক নৃত্য সম্পর্কে গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্ন প্রায়ই একাধিক চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সঙ্গীত ও নৃত্য সম্পর্কে এই প্রশ্নগুলি এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে প্রশ্নগুলির কিছু নমুনা দেখে নাও এবং সব শেষে PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর


🎯 উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন প্রচলিত বাদ্যযন্ত্র কোনটি?

👉 পাখোয়াজ


🎯 পরম্পরা গত ভারতনাট্যম নৃত্যের সপ্তম প্রজন্মের সেরা নৃত্যশিল্পী কে ছিলেন?

👉 বালাসরস্বতী


🎯 মার্গ সংগীতে বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

👉 পন্ডিত রাম শাহী


🎯ভাটিয়ালি গান কবে ও কোথায় প্রথম প্রচলিত হয়?

👉 পঞ্চদশ শতাব্দীতে বাংলা, মিথিলা ও আসামে


🎯 “সরোদ” নামক বাদ্যযন্ত্রে কটি তার থাকে?

👉 প্রধান তার ৮ টি, 2 টি চিকারি ও তরবের ৯-১৫ টি


🎯 সন্তুর বাদ্যযন্ত্রের বিখ্যাত শিল্পীদের নাম কি?

👉 শিবকুমার শর্মা, ভজন  সোপোরি ও তরুণ ভট্টাচার্য


🎯 সারেঙ্গী বাদ্যযন্ত্রের বিখ্যাত শিল্পীদের নাম কি?

👉 সুলতান খান, সাবরি খান ও রামনারায়ন


🎯 চন্দ্রসারঙ্গ বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন?

👉 ওস্তাদ আলাউদ্দিন খাঁ


🎯 স্যাক্সোফোন কী?

👉 এডলফ সাক্স এর সৃষ্ট এক ধরনের পিতলের বাঁশি


🎯 পাখোয়াজ বাজানোয় বিখ্যাত শিল্পীর নাম কি?

👉 গোপালদাস পানসে ও ছত্রপতি সিং


গুরুত্বপূর্ণ ভারতীয় সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF Download করে নাও - Questions On Indian Music & Dance Forms PDF Download


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 কিছু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট 👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ