ভারতীয় সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত ৮০+ প্রশ্ন পিডিএফ ডাউনলোড | 80+ Questions On Indian Music & Dance Forms PDF In Bengali
![]() |
ভারতীয় সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্ন PDF |
ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
🎯 উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন প্রচলিত বাদ্যযন্ত্র কোনটি?
👉 পাখোয়াজ
🎯 পরম্পরা গত ভারতনাট্যম নৃত্যের সপ্তম প্রজন্মের সেরা নৃত্যশিল্পী কে ছিলেন?
👉 বালাসরস্বতী
🎯 মার্গ সংগীতে বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
👉 পন্ডিত রাম শাহী
🎯ভাটিয়ালি গান কবে ও কোথায় প্রথম প্রচলিত হয়?
👉 পঞ্চদশ শতাব্দীতে বাংলা, মিথিলা ও আসামে
🎯 “সরোদ” নামক বাদ্যযন্ত্রে কটি তার থাকে?
👉 প্রধান তার ৮ টি, 2 টি চিকারি ও তরবের ৯-১৫ টি
🎯 সন্তুর বাদ্যযন্ত্রের বিখ্যাত শিল্পীদের নাম কি?
👉 শিবকুমার শর্মা, ভজন সোপোরি ও তরুণ ভট্টাচার্য
🎯 সারেঙ্গী বাদ্যযন্ত্রের বিখ্যাত শিল্পীদের নাম কি?
👉 সুলতান খান, সাবরি খান ও রামনারায়ন
🎯 চন্দ্রসারঙ্গ বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন?
👉 ওস্তাদ আলাউদ্দিন খাঁ
🎯 স্যাক্সোফোন কী?
👉 এডলফ সাক্স এর সৃষ্ট এক ধরনের পিতলের বাঁশি
🎯 পাখোয়াজ বাজানোয় বিখ্যাত শিল্পীর নাম কি?
👉 গোপালদাস পানসে ও ছত্রপতি সিং
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!