ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা পিডিএফ - Highest Peaks Of Different Indian Mountains Bengali PDF


ভারতের-বিভিন্ন-পর্বতের-সর্বোচ্চ-শৃঙ্গ-pdf
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুলির নাম, উচ্চতা ইত্যাদি সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সম্পূর্ণ তালিকা


পর্বত

সর্বোচ্চ শৃঙ্গ (উচ্চতা)

মহাকাল

অমরকন্টক (1048 মিটার)

আরাবল্লী

গুরুশিখর (1722 মিটার)

কারাকোরাম

গডউইন অস্টিন (8611 মিটার)

সাতপুরা

ধূপগড় (1350 মিটার)

নীলগিরি

দোদাবেতা (2637 মিটার)

মিকির পাহাড়

দামবুকচো (1363 মিটার)

নাগা পাহাড়

সারামতি (3826 মিটার)

বাবাবুদান পাহাড়

মুলানগিরি (1930 মিটার)

গারো পাহাড়

নকরেক (1412 মিটার)

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

পূর্বঘাট (দক্ষিণ)

বিলিগিরীরঙ্গন (1800 মিটার)

পূর্বঘাট (উত্তর)

মহেন্দ্রগীরি (1501 মিটার)

আন্নামালাই

আনাইমুদি (2695 মিটার)

শিলং পাহাড়

শিলং শৃঙ্গ (1961 মিটার)

ছোটনাগপুর মালভূমি

পরেশনাথ পাহাড় (1370 মিটার)

মিশমি পর্বত

দাফাবুম (4579 মিটার)

আগস্ত্যমালাই

অগস্ত্যকূটম (1868 মিটার)

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp


ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ