ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা পিডিএফ - Highest Peaks Of Different Indian Mountains Bengali PDF
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সম্পূর্ণ তালিকা
পর্বত |
সর্বোচ্চ শৃঙ্গ (উচ্চতা) |
মহাকাল |
অমরকন্টক
(1048 মিটার) |
আরাবল্লী |
গুরুশিখর (1722 মিটার) |
কারাকোরাম |
গডউইন অস্টিন (8611 মিটার) |
সাতপুরা |
ধূপগড় (1350 মিটার) |
নীলগিরি |
দোদাবেতা
(2637 মিটার) |
মিকির পাহাড় |
দামবুকচো (1363 মিটার) |
নাগা পাহাড় |
সারামতি (3826
মিটার) |
বাবাবুদান পাহাড় |
মুলানগিরি (1930 মিটার) |
গারো পাহাড় |
নকরেক (1412
মিটার) |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
পূর্বঘাট (দক্ষিণ) |
বিলিগিরীরঙ্গন
(1800 মিটার) |
পূর্বঘাট (উত্তর) |
মহেন্দ্রগীরি (1501 মিটার) |
আন্নামালাই |
আনাইমুদি (2695
মিটার) |
শিলং পাহাড় |
শিলং শৃঙ্গ (1961 মিটার) |
ছোটনাগপুর মালভূমি |
পরেশনাথ পাহাড় (1370 মিটার) |
মিশমি পর্বত |
দাফাবুম (4579 মিটার) |
আগস্ত্যমালাই |
অগস্ত্যকূটম (1868
মিটার) |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
প্রথম 👉 | |
দ্বিতীয় 👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!