বিখ্যাত কবিদের উপাধি তালিকা [PDF] | Sopoth.in

বিখ্যাত কবিদের উপাধি তালিকা পিডিএফ ডাউনলোড - Titles Of Famous Poets Bengali PDF


বিখ্যাত-কবিদের-উপাধি-pdf
বিখ্যাত কবিদের উপাধি PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিখ্যাত বিভিন্ন কবিদের উপাধি গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারত তথা বাংলার বিখ্যাত বিভিন্ন কবিগণ তাদের কবি প্রতিভা ও সাহিত্য সৃষ্টির জন্য বিভিন্নভাবে যে সমস্ত উপাধি গুলি অর্জন করেছেন, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিখ্যাত কবিদের উপাধি সম্পর্কে তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিখ্যাত কবিদের উপাধি সম্পূর্ণ তালিকা


উপাধি

কবির নাম

বিশ্বকবি

রবীন্দ্রনাথ ঠাকুর

বিদ্রোহী কবি

নজরুল ইসলাম

হাবিলদার কবি

নজরুল ইসলাম

চারণ কবি

মুকুন্দ দাস

মহাকবি

কালিদাস

আদি কবি

কৃত্তিবাস ওঝা

পল্লীকবি

জসীমউদ্দীন কুমুদরঞ্জন মল্লিক

মহর্ষি

দেবেন্দ্রনাথ ঠাকুর

কবিকঙ্কন

মুকুন্দরাম চক্রবর্তী

কথাশিল্পী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সাহিত্যচর্চা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

দেহবাদী কবি

মোহিতলাল মজুমদার

বাংলার মিল্টন

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ভাগবতাচার্য

রঘুনাথ

ভাষাচার্য

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

রায়গুণাকর

ভারতচন্দ্র

দবিরখাস

রূপ গোস্বামী

পূর্ববঙ্গের বিদ্যাসাগর

কালীপ্রসন্ন ঘোষ

গুণরাজ খাঁ

মালাধর বসু

স্বভাব কবি

গোবিন্দ দাস

চিরকালের কবি

শঙ্খ ঘোষ

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

সাহিত্য সম্রাট

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

জাতীয়তার দীক্ষাগুরু

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিজ্ঞান সরস্বতী

জগদীশচন্দ্র বসু

বিজ্ঞানাচার্য

জগদীশচন্দ্র বসু

কবীন্দ্র

পরমেশ্বর দাস

ভোরের পাখি

বিহারীলাল চক্রবর্তী

রূপসী কবি

জীবনানন্দ দাশ

জাতীয় কবি

কাশীরাম দাস কৃত্তিবাস ওঝা

কিশোর কবি

সুকান্ত ভট্টাচার্য

নটগুরু

গিরিশচন্দ্র ঘোষ

পাশ্চাত্যের মিল্টন

মাইকেল মধুসূদন দত্ত

কবিশেখর

কালিদাস রায়

ব্রহ্মানন্দ

কেশব চন্দ্র সেন

বাংলার মোপাসাঁ

প্রভাতকুমার মুখোপাধ্যায়

নাট্যাচার্য

শিশিরকুমার ভাদুড়ী

শিল্পগুরু

অবনীন্দ্রনাথ ঠাকুর

খাঁটি বাঙালি কবি

ঈশ্বর গুপ্ত

গুপ্ত কবি

ঈশ্বর গুপ্ত

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

দাদা মশাই

কেদারনাথ বন্দ্যোপাধ্যায়

গদ্যের জনক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

চৈতন্যলীলার ব্যাস

বৃন্দাবন দাস

ছন্দের জাদুকর

সত্যেন্দ্রনাথ দত্ত

ভারত পথিক

রামমোহন রায়

পন্ডিত সার্বভৌম

বৃহস্পতি মিশ্র

জ্ঞানের জাহাজ

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

স্বামীজি

নরেন্দ্রনাথ দত্ত

মৈথিলী কোকিল

বিদ্যাপতি

অভিনব জয়দেব

বিদ্যাপতি

শাকর মল্লিক

সনাতন গোস্বামী

দুঃখ কবি

যতীন্দ্রনাথ সেনগুপ্ত

কাস্তে কবি

দিনেশ দাস

কান্তকবি

রজনীকান্ত সেন

কবি রত্ন

ঘনারাম চক্রবর্তী

প্রকৃতির কবি

অক্ষয় কুমার বড়াল

কবিরঞ্জন

রামপ্রসাদ সেন

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

ডি এল রায়

দ্বিজেন্দ্রলাল রায়

ভারতের শেক্সপিয়ার

কালিদাস

দ্বিতীয় বিদ্যাপতি

গোবিন্দদাস


বিখ্যাত কবিদের উপাধি গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ