ভারতের সমস্ত নদ-নদীর উৎস, পতনস্থল, দৈর্ঘ্য ও উপনদী তালিকা পিডিএফ ডাউনলোড - Origin, Falling Point, Length and Tributaries Of Major Indian Rivers Bengali PDF
ভারতের নদনদীর উৎস, পতন, দৈর্ঘ্য ও উপনদী PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের নদনদীর উৎস, পতন, দৈর্ঘ্য ও উপনদী সম্পূর্ণ তালিকা
▶️নিচে নমুনা হিসেবে শুধুমাত্র নদনদীর দৈর্ঘ্য ও উপনদী এর তালিকা দেওয়া হল, উৎসস্থল ও পতনস্থল সহ সম্পূর্ণ তালিকার PDF Download লিংক নিচে দেওয়া হল:
নাম
(দৈর্ঘ্য) |
উপনদী |
সিন্ধু নদ (2880 কিমি) |
শিমুক, গিলগিট, কাবুল, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, ভাস্কর, নুব্রা |
শতদ্রু (1450 কিমি) |
|
বিপাশা (ভারতে 470 কিমি) |
|
ইরাবতী (ভারতে 725 কিমি) |
|
চন্দ্রভাগা (1180
কিমি) |
|
বিতস্তা (724 কিমি) |
|
গঙ্গা
(2510 কিমি) |
যমুনা, শোন, রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা, বাগমতী, গণ্ডক, বুড়িগণ্ডক, মহানন্দা, কোশী |
যমুনা (1376 কিমি) |
চম্বল, বেতোয়া, টোনস |
ঘর্ঘরা
(1080 কিমি) |
রানতি, সারোদা |
টেলিগ্রামে যুক্ত হও |
|
রামগঙ্গা (596
কিমি) |
খোস, গাংগাল কোশি, অনিল |
গণ্ডক (425 কিমি) |
নারায়নী |
কোশি (730
কিমি) |
অরুণ, টামুর |
দামোদর (541 কিমি) |
বরাকর, বোকারো, কোনার, জামুনিয়া |
ব্রহ্মপুত্র (মোট 2900 কিমি) |
সুবর্ণগিরি, মানস, সংকোশ, তিস্তা, তোর্সা, বুড়ি, ডিহং, ধানসিঁড়ি, কপিলি |
মহানদী (857 কিমি) |
জঙ্কো, টেল, হব, মান্দ, হাসন্দো, সিওনাথ |
সুবর্ণরেখা (400
কিমি) |
কোঞি, কার্মগরি, খরকাই |
গোদাবরী (1465 কিমি) |
মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, শাবরী, প্রাণহিতা |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও |
|
কৃষ্ণা (1290 কিমি) |
তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, মুসি |
কাবেরী (805
কিমি) |
লক্ষণাতীর্থ, সুবর্ণস্বতি, ভাবিনী, কাবনি, হেরেঙ্গী, হেমাবতি, অমরাবতী, লোকপাভনী |
নর্মদা (1312 কিমি) |
হিরণ, কোলার, বর্ণা, বাণজের, শাক্কর, শের, বুরনের |
তাপ্তি (728
কিমি) |
পুনা, বেটুল, পাটকি, শুকি, মোর, গোমাই, অরণাবতী, শিপ্রা, কাপরা, অমরাবতী, খুরসি, মোনা, গিরনা |
লুনি (482 কিমি) |
জাওয়াই, সুকরী |
সবরমতী
(371 কিমি) |
ওয়াকাল, হরনভ, ওয়াতরক |
ফেসবুক গ্রুপে যুক্ত হও |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!