ভারতের সমস্ত নদ-নদীর উৎস, পতনস্থল, দৈর্ঘ্য ও উপনদী তালিকা [PDF] | Sopoth.in

ভারতের সমস্ত নদ-নদীর উৎস, পতনস্থল, দৈর্ঘ্য ও উপনদী তালিকা পিডিএফ ডাউনলোড - Origin, Falling Point, Length and Tributaries Of Major Indian Rivers Bengali PDF


ভারতের-নদনদীর-উৎস-পতন-দৈর্ঘ্য-উপনদী-pdf
ভারতের নদনদীর উৎস, পতন, দৈর্ঘ্য ও উপনদী PDF
 

🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ নদ-নদীর উৎস, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী সম্পর্কে গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন নদ-নদীর উৎসস্থল, পতনস্থল, দৈর্ঘ্য, উপনদী সমূহ ইত্যাদি সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের নদ নদীর উৎস, পতনস্থল, দৈর্ঘ্য ও উপনদী তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের নদনদীর উৎস, পতন, দৈর্ঘ্য ও উপনদী সম্পূর্ণ তালিকা


▶️নিচে নমুনা হিসেবে শুধুমাত্র নদনদীর দৈর্ঘ্য ও উপনদী এর তালিকা দেওয়া হল, উৎসস্থল ও পতনস্থল সহ সম্পূর্ণ তালিকার PDF Download লিংক নিচে দেওয়া হল:


নাম (দৈর্ঘ্য)

উপনদী

সিন্ধু নদ (2880 কিমি)

শিমুক, গিলগিট, কাবুল, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, ভাস্কর, নুব্রা

শতদ্রু (1450 কিমি)

 

বিপাশা (ভারতে 470 কিমি)

 

ইরাবতী (ভারতে 725 কিমি)

 

চন্দ্রভাগা (1180 কিমি)

 

বিতস্তা (724 কিমি)

 

গঙ্গা (2510 কিমি)

যমুনা, শোন, রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা, বাগমতী, গণ্ডক, বুড়িগণ্ডক, মহানন্দা, কোশী

যমুনা (1376 কিমি)

চম্বল, বেতোয়া, টোনস

ঘর্ঘরা (1080 কিমি)

রানতি, সারোদা

টেলিগ্রামে যুক্ত হও

Sopoth.in Telegram

রামগঙ্গা (596 কিমি)

খোস, গাংগাল কোশি, অনিল

গণ্ডক (425 কিমি)

নারায়নী

কোশি (730 কিমি)

অরুণ, টামুর

দামোদর (541 কিমি)

বরাকর, বোকারো, কোনার, জামুনিয়া

ব্রহ্মপুত্র (মোট 2900 কিমি)

সুবর্ণগিরি, মানস, সংকোশ, তিস্তা, তোর্সা, বুড়ি, ডিহং, ধানসিঁড়ি, কপিলি

মহানদী (857 কিমি)

জঙ্কো, টেল, হব, মান্দ, হাসন্দো, সিওনাথ

সুবর্ণরেখা (400 কিমি)

কোঞি, কার্মগরি, খরকাই

গোদাবরী (1465 কিমি)

মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, শাবরী, প্রাণহিতা

হোয়াটসঅ্যাপে যুক্ত হও

Sopoth.in WhatsApp

কৃষ্ণা (1290 কিমি)

তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, মুসি

কাবেরী (805 কিমি)

লক্ষণাতীর্থ, সুবর্ণস্বতি, ভাবিনী, কাবনি, হেরেঙ্গী, হেমাবতি, অমরাবতী, লোকপাভনী

নর্মদা (1312 কিমি)

হিরণ, কোলার, বর্ণা, বাণজের, শাক্কর, শের, বুরনের

তাপ্তি (728 কিমি)

পুনা, বেটুল, পাটকি, শুকি, মোর, গোমাই, অরণাবতী, শিপ্রা, কাপরা, অমরাবতী, খুরসি, মোনা, গিরনা

লুনি (482 কিমি)

জাওয়াই, সুকরী

সবরমতী (371 কিমি)

ওয়াকাল, হরনভ, ওয়াতরক

ফেসবুক গ্রুপে যুক্ত হও

 

Sopoth.in Facebook


ভারতের নদ-নদীর উৎস, পতনস্থল, দৈর্ঘ্য ও উপনদী গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ