মানবদেহের বিভিন্ন ছত্রাক ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Fungal Diseases In Human Bengali PDF
মানবদেহে ছত্রাক ঘটিত রোগ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে মানবদেহের বিভিন্ন ছত্রাক ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
মানবদেহে বিভিন্ন ছত্রাক দ্বারা কোন কোন রোগ গুলি সংঘটিত হয় এবং সেই ছত্রাক গুলির নাম কি, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে মানবদেহের ছত্রাক ঘটিত রোগ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
মানবদেহের ছত্রাক ঘটিত রোগ সম্পূর্ণ তালিকা
রোগ |
ছত্রাকের নাম |
অ্যাসপার-জিলোসিস (Aspergillosis) |
Aspergillus fumigatus |
অ্যাথলেটস ফুট ডিজিজ (Athlete's foot disease) |
Tinea pedis |
কানের অটো-মাইকোসিস (Otomycosis of ear) |
Aspergillus sp. |
কান মুখ ও জিভের ডার্মাটো-মাইকোসিস (Dermato-mycosis of ear mouth and tongue) |
Candida albicans |
দাড়ি ও চুলের ডার্মাটো-মাইকোসিস (Dermato-mycosis of beard and hair) |
Trycoplyton verrucosum |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
মানবদেহের ছত্রাক ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!