বিশ্বের বিশেষ ধরনের হ্রদ সমূহ তালিকা [PDF] | Sopoth.in

বিশ্বের বিশেষ ধরনের হ্রদ সমূহ তালিকা পিডিএফ - Some Specific Types Of Lakes Of The World Bengali PDF Download


বিশ্বের-বিশেষ-ধরনের-হ্রদ-pdf
বিশ্বের বিশেষ ধরনের হ্রদ সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিশ্বের বিশেষ ধরনের হ্রদ সমূহ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিশ্বের তথা ভারতের কিছু বিখ্যাত ও বিশেষ ধরনের হ্রদ, যেমন - বৃহত্তম হ্রদ, উচ্চতম হ্রদ, মিষ্টি জলের হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট হ্রদ ইত্যাদি সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিশ্বের বিশেষ ধরনের হ্রদ সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিশেষ বিশেষ ধরনের হ্রদ সমূহ সম্পূর্ণ তালিকা


হ্রদের ধরন

হ্রদ বৈশিষ্ট্য

পৃথিবীর দীর্ঘতম হ্রদ

আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ, 350 কিমি দীর্ঘ

পৃথিবীর বৃহত্তম উপহ্রদ

দো-পতো, 158 মাইল দীর্ঘ, 4110 বর্গ মাইল বিস্তৃত

পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ

সুপিরিয়র হ্রদ, 31800 বর্গ কিমি বিস্তৃত

পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ

কাস্পিয়ান সাগর, 395000 বর্গকিমি বিস্তৃত

পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ

মরুসাগর

পৃথিবীর নিম্নতম হ্রদ

মরুসাগর হ্রদ, সমুদ্রপৃষ্ঠ থেকে 396 মিটার নিচে অবস্থিত

ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ

উলার হ্রদ, কাশ্মীর

ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ

সম্বর হ্রদ, রাজস্থান

ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ

প্যাঙ্গং হ্রদ, লাদাখ, 14256 ফুট উঁচু

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ভারতের বৃহত্তম উপহ্রদ

চিল্কা হ্রদ, উড়িষ্যা

লবণাক্ত জলের হ্রদ

ভারতের সম্বর পুষ্কর, মধ্য এশিয়ার মরুসাগর, ইউরোপের কাস্পিয়ান সাগর, মধ্য এশিয়ার অরাল সাগর, আফ্রিকার চাঁদ

কৃত্রিম উপায়ে সৃষ্ট হ্রদ

ভাকরা বাঁধের গোবিন্দ সাগর, মিশরের নাসের সাগর, চম্বল নদীর রানা প্রতাপ সাগর, দামোদর নদের পাঞ্চেত জলাধার

অবনমন এর ফলে সৃষ্ট হ্রদ

আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ, ভারতের উলার হ্রদ

অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা আবদ্ধ হ্রদ

মহারাষ্ট্রের লোনার হ্রদ, আমেরিকার নিকারুগুয়া ওরেগান হ্রদ, ইতালির বলসেনা হ্রদ

বদ্বীপ হ্রদ

কোলেরু হ্রদ

হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ

হেমকুন্ড রূপকুণ্ড

বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হ্রদ

রাজস্থানের সম্বর, দিদওয়ানা, উচমন হ্রদ

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

কার্স্ট হ্রদ

যুগোস্লাভিয়ার স্কুটারি হ্রদ

অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদ

 আইসল্যান্ডের মাইভত্নো হ্রদ

নদীতে ভাসমান উদ্ভিদ দ্বারা সৃষ্ট হ্রদ

নীলনদের সাড জলাভূমি


বিশ্বের বিশেষ ধরনের হ্রদ সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ