গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা [PDF] | Sopoth.in

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - Head Office Of International Organisations PDF In Bengali


আন্তর্জাতিক-সংস্থার-সদর-দপ্তর-pdf
আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিখ্যাত আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেই বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তর, তাদের প্রতিষ্ঠাকাল ইত্যাদি সম্পর্কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা অত্যন্ত বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল সম্পূর্ণ তালিকা


সংস্থা

সদর দপ্তর

প্রতিষ্ঠা

ILO (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন)

জেনেভা, সুইজারল্যান্ড

1919

ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন (WTO); পূর্বনাম: GATT (জেনারেল এগ্রিমেন্ট অন টারিফ এন্ড ট্রেড)

জেনেভা

1995

WMO (ওয়ার্ল্ড মেট্রলজিক্যাল অরগানাইজেশন)

জেনেভা

1951

WHO (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)

জেনেভা

1948

UNICEF (ইউনাইটেড নেশনস ইন্টার্নেশনাল children's এমার্জেন্সি ফান্ড)

নিউ ইয়র্ক, আমেরিকা

1946

ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস

দা হেগ, নেদারল্যান্ড

1945

(UNDP) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম

নিউ ইয়র্ক, আমেরিকা

1965

(UNESCO) ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অন্ড কালচারাল অর্গানিসেশন

প্যারিস, ফ্রান্স

1945

ইন্টারন্যাশনাল রেড ক্রস

জেনেভা, সুইজারল্যান্ড

1863

টেলিগ্রামে যুক্ত হও 👉

Sopoth.in Telegram

 

IMF (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড)

ওয়াশিংটন ডিসি, আমেরিকা

1944

FAO (ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন)

রোম, ইতালি

1945

Interpol

লিও

1923

NATO (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)

ব্রাসেলস, বেলজিয়াম

1949

OPEC (অর্গানিজেশন অফ পেত্রলিয়াম এক্সপোটিং কনট্রিজ)

ভিয়েনা, অস্ট্রিয়া

1960

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

লন্ডন

1961

ADB (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক)

ম্যানিলা, ফিলিপাইনস

1966

UNHCR (ইউনাইটেড নেশনস হাই কমিশনের ফর রিফিউজ)

জেনেভা, সুইজারল্যান্ড

1950

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

 

UNCTAD (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট)

জেনেভা, সুইজারল্যান্ড

1964

UNFPA (ইউনাইটেড নেশনস ফান্ড অফ পপুলেশন অ্যাক্টিভিটি 1969)

নিউ ইয়র্ক, আমেরিকা

1969

World Bank, পূর্ব নাম: IBRD (ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অফ এন্ড ডেভেলপমেন্ট)

ওয়াশিংটন ডিসি, আমেরিকা

1944

ASEAN (অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এসিয়ান নেশনস)

জাকার্তা, ইন্দোনেশিয়া

1967

EU (ইউরোপিয়ান ইউনিয়ন)

ব্রাসেলস, বেলজিয়াম

1993

OECD (অর্গানাইজেশন ফর ইকনোমিক co-operation অ্যান্ড ডেভলপমেন্ট)

প্যারিস, ফ্রান্স

1961

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

 

OAPEC (অর্গানিজেশন অফ আরব পেত্রলিয়াম এক্সপোটিং কনট্রিজ)

কুয়েত

1968

EEC (দা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি)

ব্রাসেলস, বেলজিয়াম

1957


আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও তাদের প্রতিষ্ঠাকাল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ