পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম গুরুত্বপূর্ণ সম্পূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

পৃথিবীর বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - Biggest, Highest, Longest Of The World PDF In Bengali


পৃথিবীর-বৃহত্তম-উচ্চতম-দীর্ঘতম-pdf
পৃথিবীর বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে পৃথিবীর বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম সমস্ত বিষয়ের সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

যেকোনো সরকারি চাকরির পরীক্ষাতে প্রায়শই পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিভিন্ন বিষয় সম্পর্কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা অত্যন্ত বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

পৃথিবীর বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম সম্পূর্ণ তালিকা


বৃহত্তম/ উচ্চতম/ দীর্ঘতম

নাম

বৃহত্তম মহাদেশ

এশিয়া, 199 লক্ষ্য বর্গ মাইল

বৃহত্তম মহাসাগর

প্রশান্ত মহাসাগর, 6 কোটি 38 লক্ষ্য বর্গ মাইল

বৃহত্তম দেশ

রাশিয়া

বৃহত্তম মরুভূমি

সাহারা, 35 লক্ষ্য বর্গ মাইল

বৃহত্তম নদী

অ্যামাজন

বৃহত্তম প্রাসাদ

ভ্যাটিকান

বৃহত্তম -দ্বীপ

সুন্দরবন, 8000 বর্গমাইল

বৃহত্তম হ্রদ

কাস্পিয়ান

বৃহত্তম মিষ্টি জলের হ্রদ

সুপিরিয়র

বৃহত্তম মন্দির

অঙ্করভাট, কম্পুচিয়া

বৃহত্তম মসজিদ

জুম্মা মসজিদ, ভারত

বৃহত্তম গির্জা

সেন্ট পিটার, রোম

বৃহত্তম মঠ

ভুবুং, তিব্বত

টেলিগ্রামে যুক্ত হও

👉 Sopoth.in Telegram

বৃহত্তম প্রাচীর

চীনের প্রাচীর, 1500 মাইল

বৃহত্তম ক্যান্টিলিভার সেতু

কুইবেক, 3239 ফুট, কানাডা

বৃহত্তম ঝুলন্ত সেতু

আকাশী কাইকুও ব্রিজ, জাপান

বৃহত্তম শহর

লন্ডন, 700 বর্গমাইল

বৃহত্তম গুহা

গুফার বার্জার, ফ্রান্স

বৃহত্তম বাঁধ (আয়তনে)

তারবেলা বাঁধ, পাকিস্তান

বৃহত্তম দ্বীপপুঞ্জ

ইন্দোনেশিয়া

বৃহত্তম দ্বীপ

গ্রিনল্যান্ড, 6.5 লক্ষ্য বর্গ মাইল

বৃহত্তম গম্বুজ

পিটসবার্গ, আমেরিকা

বৃহত্তম তোরণ

আইফেল টাওয়ার, প্যারিস

বৃহত্তম মূর্তি

স্ট্যাচু অফ ইউনিটি, 597 ফুট, ভারত

বৃহত্তম হীরার খনি

কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা

হোয়াটসঅ্যাপে যুক্ত হও

👉 Sopoth.in WhatsApp

বৃহত্তম হীরক

কুল্লিনান, 1 পাউন্ড

বৃহত্তম গ্রন্থাগার

ইউ এস লাইব্রেরি অফ কংগ্রেস

বৃহত্তম বৃক্ষ

রেড উড

বৃহত্তম চিড়িয়াখানা

এতশা রিজার্ভ, দক্ষিণ-পশ্চিম আফ্রিকা

বৃহত্তম জাহাজ

কুইন এলিজাবেথ

বৃহত্তম ঘন্টা

মস্কোর ঘন্টা, 193 টন

বৃহত্তম পার্ক

উড বাফেলো ন্যাশনাল পার্ক, কানাডা

বৃহত্তম ব্যাংক

ব্যাঙ্ক অফ আমেরিকা

ফেসবুক গ্রুপে যুক্ত হও

👉 Sopoth.in Facebook

বৃহত্তম রেল স্টেশন

গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাস, নিউইয়র্ক

বৃহত্তম সিনেমা হল

রক্সি, আসন সংখ্যা – 6000, নিউইয়র্ক

বৃহত্তম দূরবীন

মাউন্ট পালোমারে, ক্যালিফোর্নিয়া

বৃহত্তম জলের ট্যাঙ্ক

টালা ট্যাংক, কলকাতা

বৃহত্তম জলপ্রপাত

গুয়েইরা, ব্রাজিল

বৃহত্তম উপসাগর

মেক্সিকো উপসাগর

বৃহত্তম রেলপথ

ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, রাশিয়া

বৃহত্তম মিউজিয়াম

ব্রিটিশ মিউজিয়াম

উচ্চতম পর্বত শৃঙ্গ

এভারেস্ট, 8850 মিটার

উচ্চতম পর্বত শ্রেণী

হিমালয়

উচ্চতম গির্জা

উলম ক্যাথিড্রাল চার্চ, জার্মানি

উচ্চতম সেতু

চেনাব রেল সেতু, জম্মু কাশ্মীর

উচ্চতম হ্রদ

টিটিকাকা হ্রদ, সমুদ্রপৃষ্ঠ থেকে 12506 ফুট উঁচু

উচ্চতম বাঁধ

নুরেক, রাশিয়া

টেলিগ্রামে যুক্ত হও

👉 Sopoth.in Telegram

উচ্চতম বিমানবন্দর

দাওচেং ইয়াডিং এয়ারপোর্ট, 4411 মিটার, তিব্বত

উচ্চতম শহর

ওয়েনসুয়ান, তিব্বত

উচ্চতম বৃক্ষ

হাওয়ার্ড লিবি, ক্যালিফোর্নিয়া

উচ্চতম বাড়ি

সিয়ার্স টাওয়ার, 1454 মিটার

দীর্ঘতম সুরঙ্গ

লন্ডন রেল সুরঙ্গ, 17 মাইল

দীর্ঘতম রেল সেতু

লোহার জাম্বোজি, মোজাম্বিক

দীর্ঘতম রাজপথ

ব্রডওয়ে, নিউইয়র্ক

দীর্ঘতম প্রণালী

মালাক্কা প্রণালী, 485 মাইল, মালয়েশিয়া সুমাত্রা

দীর্ঘতম বাঁধ

হিরাকুদ বাঁধ, ভারত

দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম

উত্তরপ্রদেশের গোরক্ষপুর, 1366 মিটার, ভারত


পৃথিবীর বৃহত্তম, উচ্চতম ও দীর্ঘতম গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ