ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস স্বীকৃত ভারতের ঐতিহ্য স্থান সমূহ তালিকা পিডিএফ ডাউনলোড - UNESCO World Heritage Sites In India List PDF In Bengali
ভারতে ইউনেস্কো হেরিটেজ সাইটস PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏
ভারতে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস স্থান সমূহের সম্পূর্ণ তালিকা
ঐতিহ্য স্থান |
স্বীকৃতি বর্ষ |
তাজমহল, উত্তর প্রদেশ |
1983 |
অজন্তা গুহা, মহারাষ্ট্র |
1983 |
ইলোরা গুহা, মহারাষ্ট্র |
1983 |
আগ্রা দুর্গ, উত্তর প্রদেশ |
1983 |
কোনারক সূর্য মন্দির, উড়িষ্যা |
1984 |
মানস অভয়ারণ্য, অসম |
1985 |
কেওলাদেও-ঘানা জাতীয় উদ্যান, রাজস্থান |
1985 |
মহাবলীপুরম সৌধ সমূহ, তামিলনাড়ু |
1985 |
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অসম |
1985 |
হাম্পি সৌধ সমূহ, কর্ণাটক |
1986 |
গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ, গোয়া |
1986 |
ফতেপুর সিক্রি, উত্তর প্রদেশ |
1986 |
খাজুরাহো মন্দির, মধ্যপ্রদেশ |
1986 |
সুন্দরবন জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গ |
1987 |
এলিফ্যান্টা গুহা, মহারাষ্ট্র |
1987 |
গ্রেট লিভিং চোল মন্দির, তামিলনাড়ু |
1987 |
পাট্টাডাকাল পর্বত সমষ্টি, কর্ণাটক |
1987 |
নন্দাদেবী জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড |
1988 |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
সাচির বৌদ্ধস্তূপ, মধ্যপ্রদেশ |
1989 |
কুতুব মিনার ও স্মৃতি সৌধ, দিল্লি |
1993 |
হুমায়ুনের সমাধিস্থল, দিল্লি |
1993 |
দার্জিলিং পার্বত্য রেল, পশ্চিমবঙ্গ |
1999 |
বুদ্ধগয়া মহাবোধি মন্দির, বিহার |
2002 |
ভীমবেটকা রক শেল্টার, মধ্যপ্রদেশ |
2003 |
ছত্রপতি শিবাজী রেলওয়ে টার্মিনাস, মহারাষ্ট্র |
2004 |
চম্পারন পাজগর প্রত্নতাত্ত্বিক উদ্যান, গুজরাট |
2004 |
লালকেল্লা, দিল্লি |
2007 |
কালকা-সিমলা রেলওয়ে, হিমাচল প্রদেশ |
2008 |
জন্তর মন্তর, রাজস্থান |
2010 |
পশ্চিমঘাট পর্বত, কেরল |
2012 |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
হিল ফোর্ট, রাজস্থান |
2013 |
গ্রেট হিমালায়ান ন্যাশনাল পার্ক, হিমাচল প্রদেশ |
2014 |
রানি কি ভাভ, গুজরাট |
2014 |
নালন্দা, বিহার |
2016 |
দা আর্কোলজিক্যাল ওয়ার্ক অফ লে করবুসায়ার, চন্ডিগড় |
2016 |
আমেদাবাদ ঐতিহাসিক শহর, গুজরাট |
2017 |
দা ভিক্টোরিয়ান এন্ড আর্ট ডেকো এনসেম্বল অফ মুম্বাই, মহারাষ্ট্র |
2018 |
ঐতিহাসিক শহর জয়পুর, রাজস্থান |
2019 |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!