ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো [PDF] | Sopoth.in

ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো ও প্রতিষ্ঠাকাল তালিকা পিডিএফ ডাউনলোড - Motto Of Different Indian Armed Forces PDF In Bengali


ভারতের-বিভিন্ন-প্রতিরক্ষা-বাহিনীর-মোটো-pdf
ভারতের প্রতিরক্ষা বাহিনীর মোটো PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত প্রতিরক্ষা বাহিনীর মোটো বা মূলমন্ত্র গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষাতে ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো গুলি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো সম্পর্কে তালিকা সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো সম্পূর্ণ তালিকা


বাহিনী

মোটো

ইন্ডিয়ান আর্মি

Service Before Self

ইন্ডিয়ান নেভি

Sham No Varunah (May the Lord of the Ocean Auspicious unto Us)

ইন্ডিয়ান এয়ার ফোর্স

Touch the Sky with Glory

বর্ডার সিকিউরিটি ফোর্স

Kartavya Jivan Paryant (Duty Unto Death)

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স

Service And Loyalty

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স

Protection and Security

সশস্ত্র সীমা বল

Service Security and Brotherhood

কোস্ট গার্ড

We Protect

টেরিটোরিয়াল আর্মি

Sabdhani Va Shoorta

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ন্যাশনাল সিকিউরিটি গার্ড

Sarvatra Sarvottam Suraksha (Omnipresent Omnipotent Security)

নেশনাল ক্যাডেট কর্পস

Unity and Discipline

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স

Saving Lives and Beyond

মিলিটারি নার্সিং সার্ভিস

Service with a Smile

ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ

Shaurya-Dridhta-Karma Nishtha (Valour Steadfastness and Commitment)

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp


ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মোটো বা মূলমন্ত্র গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ