ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ [PDF] | Sopoth.in

ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প তালিকা পিডিএফ ডাউনলোড | Tiger Reserves Of Different Indian States Bengali PDF


ভারতের-বিভিন্ন-রাজ্যের-ব্যাঘ্র-সংরক্ষণ-pdf
ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণ PDF

🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ গুলি কোন কোন রাজ্যে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সম্পূর্ণ তালিকা


ব্যাঘ্র প্রকল্প

রাজ্য

সুন্দরবন

পশ্চিমবঙ্গ

বক্সা

পশ্চিমবঙ্গ

কাজিরাঙ্গা

অসম

মানস

অসম

নামেরি

অসম

ডামপা

মিজোরাম

নামদাফা

অরুণাচল প্রদেশ

কামলং

অরুণাচল প্রদেশ

পাকুই

অরুণাচল প্রদেশ

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

সৃশাইলাম

অন্ধ্রপ্রদেশ

সাতকোশিয়া

উড়িষ্যা

সুনাবেদা

উড়িষ্যা

সিমলিপাল

উড়িষ্যা

দুধূয়া

উত্তর প্রদেশ

পিলিভিট

উত্তর প্রদেশ

আমনগড়

উত্তর প্রদেশ

জিম করবেট

উত্তরাখণ্ড

রাজাজি

উত্তরাখণ্ড

কালাগড়

উত্তরাখণ্ড

বাল্মিকী

বিহার

পালামৌ

ঝাড়খন্ড

সাতপুরা

মধ্যপ্রদেশ

বান্ধবগড়

মধ্যপ্রদেশ

কানহা

মধ্যপ্রদেশ

পান্না

মধ্যপ্রদেশ

পেঞ্চ

মধ্যপ্রদেশ

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

রনথম্বোর

রাজস্থান

সরিস্কা

রাজস্থান

মেলঘাট

মহারাষ্ট্র

বোড়ঘাট

মহারাষ্ট্র

সোহাদি

মহারাষ্ট্র

বন্দিপুর

কর্ণাটক

ভদ্রক

কর্ণাটক

বিলিগিরি

কর্ণাটক

নাগারহোল

কর্ণাটক

মাদুমালাই

তামিলনাড়ু

সত্যমঙ্গলম

তামিলনাড়ু

আন্নামালাই

কেরল

পেরিয়ার

কেরল

পরম্বিকুলাম

কেরল

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

ইন্দ্রাবতী

ছত্রিশগড়

গুরুঘাসিদাস

ছত্রিশগড়

আচানকমার

ছত্রিশগড়

মহেদি

গোয়া


ভারতের বিভিন্ন রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ