ভারতীয় স্থল সামরিক বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তালিকা পিডিএফ ডাউনলোড | Indian Defence Training Institutes Bengali PDF
ভারতীয় স্থল বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতীয় স্থল প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও অবস্থান সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতীয় স্থল প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র বা ট্রেনিং সেন্টার গুলি বিভিন্ন রাজ্যে কোথায় কোথায় অবস্থান করছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ভারতীয় স্থল সামরিক বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতীয় স্থল বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রসমূহ সম্পূর্ণ তালিকা
প্রশিক্ষণ কেন্দ্র |
অবস্থান |
ন্যাশনাল ডিফেন্স কলেজ |
নিউ দিল্লি |
কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং |
পুনে, মহারাষ্ট্র |
আর্মি ক্যাডেট কলেজ |
দেরাদুন, উত্তরাখণ্ড |
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি |
দেরাদুন, উত্তরাখণ্ড |
আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল |
ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ন্যাশনাল ডিফেন্স একাডেমী |
পুনে, মহারাষ্ট্র |
ইনস্টিটিউট অফ নেশনাল ইন্টিগ্রেশন |
পুনে, মহারাষ্ট্র |
কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট |
সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা |
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ |
পুনে, মহারাষ্ট্র |
আর্মার্ড কর্পস সেন্টার এন্ড স্কুল |
আহমেদনগর, মহারাষ্ট্র |
আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং |
পুনে, মহারাষ্ট্র |
ভারতের স্থল প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র সমূহ তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!