ভারতের বিখ্যাত ব্যাক্তিদের কর্মক্ষেত্র তালিকা পিডিএফ ডাউনলোড - Occupation Of Famous Indian Personalities PDF In Bengali
![]() |
ভারতের বিখ্যাত ব্যাক্তিদের কর্মক্ষেত্র PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও তাদের কর্মক্ষেত্র সম্পূর্ণ তালিকা
কর্মক্ষেত্র |
ব্যক্তিত্বের নাম |
তবলা শিল্পী |
জাকির হোসেন, ওস্তাদ আল্লারাখা, সিদ্ধার্থ ভট্টাচার্য, জ্ঞান প্রকাশ ঘোষ, শরদিন্দু আইচ, অমিয় চৌধুরী, উৎপল দত্ত, শান্তা প্রসাদ, কুমার বসু, দেবাশীষ ব্রহ্মচারী |
নৃত্যশিল্পী |
কিষাণ মহারাজ, দেবস্মিতা সেন, সুদেষ্ণা নাগ, উদয় শংকর, ডোনা গাঙ্গুলী, মমতা শংকর, বিরজু মহারাজ, ইন্দ্রানী দত্ত, চন্দ্রা কোলে, সুদীপ রায় |
টেলিগ্রামে যুক্ত হও |
|
কণ্ঠশিল্পী |
হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, বাবুল সুপ্রিয়, কুমার শানু, ইন্দ্রানী সেন, হৈমন্তী শুক্লা, ইন্দ্রনীল সেন, নচিকেতা, শ্রীকান্ত আচার্য, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, অঞ্জন দত্ত, বাপি লাহিড়ী, লোপামুদ্রা মিত্র, যোজো, পারভীন সুলতানা, আখি বন্দ্যোপাধ্যায়, অজয় চক্রবর্তী, ভীমসেন যোশী, সতীনাথ মুখোপাধ্যায়, শংকর নারায়ন, সন্ধ্যা মুখোপাধ্যায়, সৈকত মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, স্বপ্না রায়, সুমন চট্টোপাধ্যায়, মিতা চ্যাটার্জী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, জটিলেশ্বর মুখোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায় |
চিত্র পরিচালক |
সত্যজিৎ রায়, অঞ্জন চৌধুরী, তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, তপন সিংহ, অশোক ধানুকা, হরনাথ চক্রবর্তী |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও |
|
চিত্রশিল্পী |
যামিনী রায়, রবি বর্মা, পরিতোষ সেন, এস এইচ রাজা, মনোতোষ মল্লিক, অর্পিতা বসু, নিতাই দাস, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন |
ভাস্কর্য শিল্পী |
রামকিঙ্কর বেইজ, নান্টু বিহারী দাস, দেবীপ্রসাদ রায়চৌধুরী, উমা সিদ্ধান্ত, উমা রায়চৌধুরী, মহেন্দ্র বিহারী, রজনী শহনি, ভবেশ সান্যাল, সোমনাথ হোড় |
ফেসবুক গ্রুপে
যুক্ত হও |
|
সঙ্গীত পরিচালক |
বাপ্পি লেহেরি, পঙ্কজ কুমার মল্লিক, এ আর রহমান, গৌরব চ্যাটার্জী, সলিল চৌধুরী, প্রীতম, বিশাল শেখর, শংকর এহেসান লয় |
শরোদ শিল্পী |
জয়ন্ত ভট্টাচার্য, আলী আকবর খান, আমজাদ আলী খান, তিমির বরণ, কমল মল্লিক, বুদ্ধদেব দাশগুপ্ত, দেবজ্যোতি বসু |
সানাই বদক |
বিসমিল্লাহ খান, সাজ্জাদ হোসেন, বাগেশ্বরী সামার, আলী হোসেন, আখতার হোসেন |
ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের কর্মক্ষেত্র গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
প্রথম 👉 | |
দ্বিতীয় 👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!