বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ও তাদের ফলাফল গুরুত্বপূর্ণ পিডিএফ ডাউনলোড | Different Chemical Reaction And Their Results Bengali PDF
গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ও ফলাফল PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া ও ফলাফল সম্পূর্ণ তালিকা
প্রতিক্রিয়া |
ফলাফল |
প্রজ্বলিত কাগজের টুকরো কার্বন-ডাই-অক্সাইডে রাখলে |
অগ্নিশিখা নিভে যাবে |
লাইম ওয়াটার বাতাসে রাখলে |
বাতাসে কার্বন ডাই অক্সাইড থাকায় এটি দুধের মত হয়ে যাবে |
উত্তপ্ত সালফারের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে |
হাইড্রোজেন সালফার উৎপন্ন হয় |
লোহিত তপ্ত আয়রন এর উপর দিয়ে স্টিম চালনা করলে |
ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
লোহিত তপ্ত কার্বন এর উপর দিয়ে কার্বন-ডাই-অক্সাইড চালনা করলে |
কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় |
ব্রোমিন এর সঙ্গে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন যুক্ত করলে |
হাইড্রোব্রমিক এসিড উৎপন্ন হয় |
অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে ভিজে লাল লিটমাস আনা হলে |
নীল হয়ে যায় |
ব্লু লিটমাস এসিডের সংস্পর্শে আনলে |
লাল হয়ে যায় |
সোডিয়াম ক্লোরাইডে গাড় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে |
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় |
প্রজ্বলিত মোমবাতি ঢেকে দিলে |
অক্সিজেনের অভাবে নিভে যায় |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন গ্যাস মিশিয়ে আলোতে রাখলে |
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় |
ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক এসিড বিক্রিয়া করলে |
হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় |
সোডিয়াম বাই কার্বনেট ও ক্যালসিয়াম বাই কার্বনেট একসঙ্গে উত্তপ্ত করলে |
কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় |
মরচে পড়লে লোহা ওজনে বাড়ে কারণ |
মরচে হিসেবে অতিরিক্ত হাইড্রেটেড ফেরিক অক্সাইড উৎপন্ন হয় |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!