বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া/ প্রতিক্রিয়া ও ফলাফল গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ও তাদের ফলাফল গুরুত্বপূর্ণ পিডিএফ ডাউনলোড | Different Chemical Reaction And Their Results Bengali PDF


গুরুত্বপূর্ণ-রাসায়নিক-বিক্রিয়া-ও-ফলাফল-pdf
গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ও ফলাফল PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ও ফলাফল তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া গুলির ফলাফল কি হয় বা বিক্রিয়ার ফলে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হয়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ও ফলাফল তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া ও ফলাফল সম্পূর্ণ তালিকা


প্রতিক্রিয়া

ফলাফল

প্রজ্বলিত কাগজের টুকরো কার্বন-ডাই-অক্সাইডে রাখলে

অগ্নিশিখা নিভে যাবে

লাইম ওয়াটার বাতাসে রাখলে

বাতাসে কার্বন ডাই অক্সাইড থাকায় এটি দুধের মত হয়ে যাবে

উত্তপ্ত সালফারের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে

হাইড্রোজেন সালফার উৎপন্ন হয়

লোহিত তপ্ত আয়রন এর উপর দিয়ে স্টিম চালনা করলে

ফেরোসোফেরিক অক্সাইড হাইড্রোজেন উৎপন্ন হয়

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

লোহিত তপ্ত কার্বন এর উপর দিয়ে কার্বন-ডাই-অক্সাইড চালনা করলে

কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়

ব্রোমিন এর সঙ্গে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন যুক্ত করলে

হাইড্রোব্রমিক এসিড উৎপন্ন হয়

অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে ভিজে লাল লিটমাস আনা হলে

নীল হয়ে যায়

ব্লু লিটমাস এসিডের সংস্পর্শে আনলে

লাল হয়ে যায়

সোডিয়াম ক্লোরাইডে গাড় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়

প্রজ্বলিত মোমবাতি ঢেকে দিলে

অক্সিজেনের অভাবে নিভে যায়

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

 

হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন গ্যাস মিশিয়ে আলোতে রাখলে

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়

ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক এসিড বিক্রিয়া করলে

হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়

সোডিয়াম বাই কার্বনেট ক্যালসিয়াম বাই কার্বনেট একসঙ্গে উত্তপ্ত করলে

কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়

মরচে পড়লে লোহা ওজনে বাড়ে কারণ

মরচে হিসেবে অতিরিক্ত হাইড্রেটেড ফেরিক অক্সাইড উৎপন্ন হয়


গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ও তাদের ফলাফল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ