কম্পিউটারের বিভিন্ন মেমরি ইউনিট গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

কম্পিউটারের বিভিন্ন মেমরি ইউনিট গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Computer Memory Units Bengali PDF


কম্পিউটারের-বিভিন্ন-মেমরি-ইউনিট-pdf
কম্পিউটারের বিভিন্ন মেমরি ইউনিট PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কম্পিউটারের বিভিন্ন মেমরি ইউনিট তালিকা পিডিএফ শেয়ার করবো।

কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মেমরি ইউনিট গুলির নাম ও একটি ইউনিটের সঙ্গে অপরটির সম্পর্ক নিয়ে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে কম্পিউটারের বিভিন্ন মেমরি ইউনিট তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

কম্পিউটারের বিভিন্ন মেমরি ইউনিট সম্পূর্ণ তালিকা


প্রথম ইউনিট

দ্বিতীয় ইউনিট

1 বিট (Bits)

বাইনারি ডিজিট (Binary Digit)

4 বিট (Bits)

1 নিবল (Nibble)

8 বিট (Bits)

1 বাইট (Byte)

1 কিলোবাইট

1024 বাইট (Byte)

1 মেগাবাইট (KB)

1024 কিলোবাইট (Kilobyte)

1 গিগাবাইট (GB)

1024 মেগাবাইট (Megabyte)

1 টেরাবাইট (TB)

1024 গিগাবাইট (Gigabyte)

1024 টেরাবাইট (TB)

1 পেটাবাইট (Petabyte)

1024 পেটাবাইট (PB)

1 এক্সাবাইট (Exabyte)

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

 

1024 এক্সাবাইট (EB)

1 জেটাবাইট (Zettabyte)

1024 জেটাবাইট (ZB)

1 জোটাবাইট (Yottabyte)

1024 জোটাবাইট (YB

1 ব্রন্টোবাইট (Brontobyte)

1024 ব্রন্টোবাইট (BB)

1 জিয়পবাইট (Geopbyte)


কম্পিউটারের বিভিন্ন মেমরি ইউনিট গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ