ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহরের বর্তমান নাম তালিকা পিডিএফ ডাউনলোড | Different Indian Historical Cities Present Name Bengali PDF
ভারতের ঐতিহাসিক শহরের বর্তমান নাম PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহরের বর্তমান নাম তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ বিভিন্ন ঐতিহাসিক শহর গুলির পূর্বে কি নাম ছিল এবং বর্তমানে পরিবর্তিত হয়ে তাদের নাম কি হয়েছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ভারতের বিভিন্ন ঐতিহাসিক শহরের পরিবর্তিত বর্তমান নাম সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতের ঐতিহাসিক শহর এর বর্তমান নাম সম্পূর্ণ তালিকা
শহরের পূর্বতম নাম |
বর্তমান নাম |
ইন্দ্রপ্রস্থ |
দিল্লি |
কলিঙ্গ |
উড়িষ্যা |
মহীশূর |
কর্ণাটক |
বঙ্গ বা গৌড় |
বাংলা |
কামরূপ |
আসাম |
মালব |
গোরক্ষপুর |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
পাটলিপুত্র |
পাটনা |
মগধ |
দক্ষিণ বিহার |
মাদ্রাজ |
তামিলনাড়ু |
কাশি |
বারানসি |
কুণ্ড |
উত্তরবঙ্গ |
অঙ্গ |
ভাগলপুর |
মৎস |
জয়পুর |
কোশল |
অযোধ্যা |
বৎস |
এলাহাবাদ |
বউলি |
পুরী |
গীরনগর |
কাথিয়াবাড় |
দাক্ষিণাত্য |
দক্ষিণ ভারত |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
কনসী |
দেরাদুন |
চেদি |
বুন্দেলখন্ড |
ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর এর বর্তমান নাম তালিকা PDF Download করে নাও
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!