গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার মোটো বা মূলমন্ত্র তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন সংস্থার মোটো বা মূলমন্ত্র তালিকা পিডিএফ ডাউনলোড | Motto Of Different Organisations Bengali PDF


বিভিন্ন-সংস্থার-মোটো-তালিকা-পিডিএফ
বিভিন্ন সংস্থার মোটো তালিকা PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন সংস্থার মোটো তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা কোন কোন বাক্য বা বাক্যাংশ কে তাদের মূলমন্ত্র বা মোটো হিসেবে গ্রহণ করেছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন সংস্থার মূলমন্ত্র সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার মোটো সম্পূর্ণ তালিকা


সংস্থা

মোটো

দূরদর্শন

সত্যম শিবম সুন্দরাম

ভারতীয় ডাক বিভাগ

অহর্নিশ সেবা

ভারতীয় পর্যটন

Incredible India

ভারতীয় রেল

প্রসন্ন চিত্তে গ্রাহকদের সেবায়

পূর্ব রেল

দ্রুতগতিতে প্রগতির পথে

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

মেট্রোরেল কলকাতা

কলকাতার জীবনরেখা

NTPC

Conserve water - save life

রেড ক্রস

Charity in war

অলিম্পিক গেমস

Citius - Altius - Fortius

এশিয়ান গেমস

Ever onward

FIFA

For the good of the game

CBI

Industry, integrity and Impartiality

Indian Army

Army you for a carrier... And life.


বিভিন্ন সংস্থার মূল মন্ত্র বা মোটো তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ