বিশ্বের প্রথম মহিলা সম্পূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম মহিলা সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড| First Woman In World Bengali PDF


বিভিন্ন-ক্ষেত্রে-বিশ্বের-প্রথম-মহিলা-তালিকা-পিডিএফ
বিশ্বের প্রথম মহিলা তালিকা PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে পৃথিবীর প্রথম মহিলা তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের বিখ্যাত কোন কোন মহিলারা প্রথম হিসেবে স্থান গ্রহণ করেছেন, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর প্রথম মহিলা সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম মহিলা সম্পূর্ণ তালিকা


ক্ষেত্র

প্রথম মহিলা ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রী

শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলংকা)

মুসলিম দেশের প্রধানমন্ত্রী

বেনজির ভুট্টো (পাকিস্তান)

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী

মার্গারেট থ্যাচার

মাউন্ট এভারেস্ট আরোহণকারী

জুনকো তাবেই (জাপান)

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার সভাপতি

বিজয় লক্ষী পন্ডিত

আন্টার্টিকা বিজয়ী

ক্যারোলিন মাইকেলসন

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

মহাকাশচারী

ভ্যালেন্তিনা তেরেসকোভা (রাশিয়া)

প্রথম উত্তর মেরু জয়ী

আন ব্যানক্রফট

রাষ্ট্রপতি

মারিয়া ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)

মহাকাশ পর্যটক

আনাউসে আনসারী

মিস ইউনিভার্স

আরামি কুসেলা

মিস ওয়ার্ল্ড

কারস্টিন ইয়াকনসন


বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর প্রথম মহিলা গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ