গুরুত্বপূর্ণ বিভিন্ন কীটপতঙ্গের বর্গ তালিকা পিডিএফ ডাউনলোড | Groups/ Orders Of Different Insects Bengali PDF
বিভিন্ন কীটপতঙ্গ বর্গ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন কীটপতঙ্গের বর্গ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ বিভিন্ন কীটপতঙ্গ গুলি কোন কোন বর্গের অন্তর্গত, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে বিভিন্ন কীটপতঙ্গের বর্গ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
বিভিন্ন কীটপতঙ্গের বর্গ সম্পূর্ণ তালিকা
পতঙ্গের নাম |
বর্গ |
প্রজাপতি, মথ |
লেপিডপটেরা |
বোলতা, মৌমাছি, পিঁপড়ে |
হাইমেনপটেরা |
মাছি, মশা, ডাঁশ |
ডিপটেরা |
আরশোলা |
ডিকটিওপটেরা |
ঘাসফড়িং, পঙ্গপাল, ঝিঝি পোকা |
অর্থোপটেরা |
গোবরে পোকা, কাঁচা পোকা |
কালিওপটেরা |
ফুলের পোকা |
থাইন্যাসপটেরা |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
ফড়িং |
ওডোনাটা |
ঘুনপোকা, উইপোকা |
আইসপটেরা |
ছারপোকা জাতীয় পোকা |
হেটেরপটেরা |
বই ও কাপড় কাটা পোকা |
থ্যাইসানুরা |
পত্রাকৃতি পতঙ্গ |
ফ্যাসমিরা পটেরা |
স্প্রিংটেল, স্মো ফ্লী |
কলম্বুলা |
সিকাব পোকা, জাব পোকা, আঙ্গুরে পোকা |
হেমিপটেরা |
বিভিন্ন কীটপতঙ্গের বর্গ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!