বিভিন্ন ফল ও তার ভক্ষিত অংশ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Fruits And Their Edible Parts Bengali PDF
বিভিন্ন ফল ও ভক্ষিত অংশ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন ফলের ভক্ষিত অংশ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
বিভিন্ন ফলের গুরুত্বপূর্ণ কোন কোন অংশগুলি ভক্ষণ যোগ্য ও আমরা গ্রহণ করে থাকি, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে বিভিন্ন ফল ও তাদের ভক্ষিত অংশ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
বিভিন্ন ফল ও তাদের ভক্ষিত অংশ সম্পূর্ণ তালিকা
ফল |
ভক্ষিত অংশ |
শসা |
মেসোকার্প, এন্ডকার্প |
আনারস |
বৃত্তি |
কমলালেবু |
রসালো অমরা |
কলা, পেঁপে |
মেসোকার্প |
আপেল, নাশপাতি |
মাংসল থ্যালামাস |
ডুমুর |
মাংসল থ্যালামাস |
খেজুর |
মাংসল পেরিকার্প |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
লিচু, ধান, গম, ভুট্টা |
ক্যারিওপমিস এন্ডোস্পার্ম |
ছোলা, মোটর |
বীজপত্র |
স্ট্রবেরি |
মাংসল থ্যালামাস |
নারকেল |
তরল এন্ডোস্পার্ম |
কাঁঠাল |
বৃত্তি, বীজ ও পেরিয়ান্থ |
সরিষা |
বীজ |
আঙ্গুর |
পেরিকার্প ও অমরা |
আম |
মেসোকার্প |
টমেটো |
পেরিকার্প ও অমরা |
পেয়ারা |
থ্যালামাস ও পেরিকার্প |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
বিভিন্ন ফল ও ভক্ষিত অংশ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!