বিভিন্ন ফল ও তার ভক্ষিত অংশ [PDF] | Sopoth.in

বিভিন্ন ফল ও তার ভক্ষিত অংশ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Fruits And Their Edible Parts Bengali PDF


বিভিন্ন-ফল-ও-ভক্ষিত-অংশ-pdf
বিভিন্ন ফল ও ভক্ষিত অংশ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন ফলের ভক্ষিত অংশ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন ফলের গুরুত্বপূর্ণ কোন কোন অংশগুলি ভক্ষণ যোগ্য ও আমরা গ্রহণ করে থাকি, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিভিন্ন ফল ও তাদের ভক্ষিত অংশ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন ফল ও তাদের ভক্ষিত অংশ সম্পূর্ণ তালিকা


ফল

ভক্ষিত অংশ

শসা

মেসোকার্প, এন্ডকার্প

আনারস

বৃত্তি

কমলালেবু

রসালো অমরা

কলা, পেঁপে

মেসোকার্প

আপেল, নাশপাতি

মাংসল থ্যালামাস

ডুমুর

মাংসল থ্যালামাস

খেজুর

মাংসল পেরিকার্প

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

লিচু, ধান, গম, ভুট্টা

ক্যারিওপমিস এন্ডোস্পার্ম

ছোলা, মোটর

বীজপত্র

স্ট্রবেরি

মাংসল থ্যালামাস

নারকেল

তরল এন্ডোস্পার্ম

কাঁঠাল

বৃত্তি, বীজ পেরিয়ান্থ

সরিষা

বীজ

আঙ্গুর

পেরিকার্প অমরা

আম

মেসোকার্প

টমেটো

পেরিকার্প অমরা

পেয়ারা

থ্যালামাস পেরিকার্প

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram


বিভিন্ন ফল ও ভক্ষিত অংশ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ