ভারতের বিভিন্ন আন্দোলনের - বিদ্রোহের নেতা সমূহ তালিকা পিডিএফ ডাউনলোড | Famous Indian Movement Leaders Bengali PDF
ভারতের বিভিন্ন বিদ্রোহের নেতা PDF |
ভারতের বিভিন্ন বিদ্রোহের নেতৃবৃন্দ সম্পূর্ণ তালিকা
বিদ্রোহ (সাল) |
নেতা |
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ (1760-1800) |
ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী |
চুয়াড় বিদ্রোহ (1766-72) |
জগন্নাথ সিং, রানী রাসমণি, দুর্জন সিং |
রংপুর বিদ্রোহ (1783) |
নুরুলউদ্দিন |
পাইক বিদ্রোহ (1817) |
বিদ্যাধর মহাপাত্র |
ফরাজি আন্দোলন (1818) |
হাজী শরীয়ত উল্লাহ, দুদু মিয়া |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
কোল বিদ্রোহ (1830) |
বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা |
ওয়াহাবি আন্দোলন (1830) |
তিতুমীর, সৈয়দ আহমেদ |
পারলাকিমেরি বিদ্রোহ (1829-35) |
জগন্নাথ গণপতি নারায়ণ রাও |
সাঁওতাল বিদ্রোহ (1855) |
সিধু, কানু, ভৈরব, বীর সিমাঙ্কি |
সিপাহী বিদ্রোহ (1857) |
মঙ্গল পান্ডে, আজিমুল্লাহ, তাতিয়া টোপি, নানাসাহেব, অমর সিং, কুনওয়ার সিং, লক্ষ্মীবাঈ, লিয়াকত আলী, ,
বেগম হযরত মহল, দ্বিতীয় বাহাদুর শাহ, জেনারেল ভক্ত খান |
নীল বিদ্রোহ (1859) |
বিষ্ণুচরন বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মন্ডল |
পাবনা বিদ্রোহ
(1873) |
ঈশ্বরচন্দ্র রায়, শম্ভু পাল, খেদি মোল্লা |
দাক্ষিণাত্য বিদ্রোহ (1875) |
--- |
রামোসি বিদ্রোহ (1879) |
বাসুদেব বলবন্ত ফারকে |
হোমরুল আন্দোলন (1916) |
অ্যানি বেসান্ত , বালগঙ্গাধর তিলক, সুব্রহ্মণ্যম আইয়ার |
চম্পারন সত্যাগ্রহ (1917) |
মহাত্মা গান্ধী |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
খেদা সত্যাগ্রহ (1918) |
মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল |
উত্তরপ্রদেশ কৃষক বিদ্রোহ (1918) |
ইন্দ্রনারায়ন দ্বিবেদী, গৌরীশংকর মিশ্র |
রাওলাট সত্যাগ্রহ (1919) |
সৈফুদ্দিন কিচলু, মমতা গান্ধী, সত্য পাল |
খিলাফত আন্দোলন (1919) |
মহাত্মা গান্ধী, লিয়াকাট আলি, শওকত আলী, আব্দুল কালাম |
অসহযোগ আন্দোলন (1920) |
রাজেন্দ্র প্রসাদ, পট্টভি সীতা রমাইয়া, লালা লাজপত রায়, বারীন্দ্রনাথ শাসমল, আম্বিকা গীরি, বালগঙ্গাধর তিলক, কে কলাপ্পান, মাদারি পাসি |
অবাধ কৃষক সভা (1920) |
বাবা রামচন্দ্র, জওহরলাল নেহেরু |
মোপলা বিদ্রোহ (1921) |
সৈয়দ আলী, সৈয়দ ফাজল |
ইকা বিপ্লব (1921) |
মাদারি পাসি |
বরদৌলি সত্যাগ্রহ (1928) |
বল্লভ ভাই প্যাটেল |
ফরেস্ট সত্যাগ্রহ (1930) |
এনভি রমানাইডু, এনজি রঙ্গ |
আইন অমান্য আন্দোলন (1930) |
গান্ধীজী, খান আবদুল গফফর খান, আব্বাস তায়েবজি, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজা গোপালাচারী, উৎকল মনি গোপবন্ধু, মিরা বেন, রানী গুইডালো |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
সারা ভারত কিষান সভা (1936) |
স্বামী সহজানন্দ |
ভারত ছাড়ো আন্দোলন (1942) |
মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, অরুনা আশরাফ আলী, জয় প্রকাশ নারায়ন, রাম মনোহর লোহিয়া, মিনু মাসানি, সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল চন্দ্র ধারা, নানা পাটিল, সৃনাম লাল, চৈতু পান্ডে, মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকোননী |
তেভাগা আন্দোলন (1946) |
অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, ইলা মিত্র |
তেলেঙ্গানা আন্দোলন (1946) |
পি সুন্দরাইয়া |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!