ব্রিটিশ শাসিত ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন আইন তালিকা পিডিএফ ডাউনলোড | Important Acts OF British India Bengali PDF
ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন আইন তালিকা পিডিএফ শেয়ার করবো।
ব্রিটিশ ভারতে বিভিন্ন ব্রিটিশ শাসকদের দ্বারা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ যেসব আইনগুলির প্রবর্তন করা হয়েছিল, সেগুলি সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন আইন সম্পূর্ণ তালিকা
সাল |
আইন |
1773 |
রেগুলেটিং অ্যাক্ট |
1784 |
পিটের ভারত শাসন আইন |
1813 |
চার্টার অ্যাক্ট |
1829 |
সতীদাহ প্রথা রদ আইন |
1833 |
চার্টার অ্যাক্ট |
1853 |
চার্টার অ্যাক্ট |
1856 |
হিন্দু বিধবা বিবাহ আইন |
1858 |
ভারত শাসন আইন |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
1861 |
ভারতীয় পরিষদ আইন |
1872 |
ভারতীয় বিবাহ আইন |
1876 |
নাট্যভিয়ান নিয়ন্ত্রণ আইন |
1878 |
দেশীয় ভাষায় সংবাদপত্র আইন |
1878 |
অস্ত্র আইন |
1879 |
দাক্ষিণাত্য কৃষিজীবী আইন |
1881 |
ফাক্টরি অ্যাক্ট |
1891 |
বয়স সম্মতি আইন |
1892 |
ভারতীয় পরিষদ আইন |
1904 |
ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন |
1908 |
সংবাদপত্র আইন |
1915 |
ভারত প্রতিরক্ষা আইন |
1918 |
ভারতীয় চলচ্চিত্র আইন |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
1919 |
মন্টেগু-চেমসফোর্ড অ্যাক্ট |
1919 |
রাওলাট অ্যাক্ট |
1935 |
ভারত শাসন আইন |
ব্রিটিশ শাসিত ভারতের উল্লেখযোগ্য আইন সমূহ তালিকা PDF Download করে নাও
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!