আয়তনে পৃথিবীর ১০ টি বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ তালিকা পিডিএফ ডাউনলোড | World's Top 10 Largest And Smallest Area Countries Bengali PDF
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম 10 টি দেশ |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম দশটি দেশ তালিকা পিডিএফ শেয়ার করবো।
আয়তনে পৃথিবীতে বৃহত্তম ও ক্ষুদ্রতম এর দিক থেকে প্রথম দশটি দেশের নাম ও আয়তন সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম দশটি দেশ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম 10 টি দেশ সম্পূর্ণ তালিকা
বৃহত্তম তালিকা:
বৃহত্তম দেশ |
আয়তন
(বর্গ কিমি) |
রাশিয়া |
17075000 |
কানাডা |
9976139 |
চীন |
9561000 |
মার্কিন যুক্তরাষ্ট্র |
9372614 |
ব্রাজিল |
8511965 |
অস্ট্রেলিয়া |
7682300 |
ভারত |
3827263 |
আর্জেন্টিনা |
2776654 |
কাজাখস্তান |
2717300 |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
সুদান |
2505813 |
ক্ষুদ্রতম তালিকা:
ক্ষুদ্রতম দেশ |
আয়তন
(বর্গ কিমি) |
ভ্যাটিকান সিটি |
0.44 |
মোনাকো |
1.95 |
নাউরো |
21.1 |
টুভালু |
26 |
সান মারিনো |
61 |
লিচটেনস্টইন |
160 |
মার্শাল দ্বীপ |
181 |
সেন্ট কিটস নেভিস |
269 |
মালদ্বীপ |
298 |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
মালটা/ মালতা |
316 |
আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম 10 টি দেশ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!