আয়তনে পৃথিবীর 10 টি বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ তালিকা [PDF] | Sopoth.in

আয়তনে পৃথিবীর ১০ টি বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ তালিকা পিডিএফ ডাউনলোড | World's Top 10 Largest And Smallest Area Countries Bengali PDF


পৃথিবীর-বৃহত্তম-ও-ক্ষুদ্রতম-দশটি-দেশ-pdf
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম 10 টি দেশ


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম দশটি দেশ তালিকা পিডিএফ শেয়ার করবো।

আয়তনে পৃথিবীতে বৃহত্তম ও ক্ষুদ্রতম এর দিক থেকে প্রথম দশটি দেশের নাম ও আয়তন সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম দশটি দেশ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম 10 টি দেশ সম্পূর্ণ তালিকা


বৃহত্তম তালিকা:

বৃহত্তম দেশ

আয়তন (বর্গ কিমি)

রাশিয়া

17075000

কানাডা

9976139

চীন

9561000

মার্কিন যুক্তরাষ্ট্র

9372614

ব্রাজিল

8511965

অস্ট্রেলিয়া

7682300

ভারত

3827263

আর্জেন্টিনা

2776654

কাজাখস্তান

2717300

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

সুদান

2505813


ক্ষুদ্রতম তালিকা:

ক্ষুদ্রতম দেশ

আয়তন (বর্গ কিমি)

ভ্যাটিকান সিটি

0.44

মোনাকো

1.95

নাউরো

21.1

টুভালু

26

সান মারিনো

61

লিচটেনস্টইন

160

মার্শাল দ্বীপ

181

সেন্ট কিটস নেভিস

269

মালদ্বীপ

298

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

মালটা/ মালতা

316


আয়তনে পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম 10 টি দেশ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ