বিশ্বের বিভিন্ন দেশের সীমানা সৃষ্টিকারী নদী তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন দেশের সীমানা সৃষ্টিকারী নদী তালিকা পিডিএফ ডাউনলোড | International Transboundary Rivers Bengali PDF


বিভিন্ন-দেশের-সীমনা-সৃষ্টিকারী-নদী-pdf
বিভিন্ন দেশের সীমানা সৃষ্টিকারী নদী PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন দেশের সীমানা সৃষ্টিকারী নদী তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ নদী দেশ দুটির সীমানা হিসেবে রয়েছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিশ্বের বিভিন্ন দেশের সীমানা সৃষ্টিকারী নদী সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

পৃথিবীর বিভিন্ন দেশের সীমানা সৃষ্টিকারী নদী সম্পূর্ণ তালিকা


নদীর নাম

যে দেশের মধ্যে সীমানা সৃষ্টি করেছে

উরুগুয়ে

উরুগুয়ে ব্রাজিল

ওরেঞ্জ

দক্ষিণ আফ্রিকা নামিবিয়া

আমুর

চীন রাশিয়া

ওডার

জার্মানি পোল্যান্ডের

দানিয়ুব

রোমানিয়া, বুলগেরিয়া যুগোস্লাভিয়া

জাম্বেজি

জাম্বিয়া জিম্বাবুয়ে

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

মেকং

কম্বোডিয়া, থাইল্যান্ড মায়ানমার

পারানা

প্যারাগুয়ে, আর্জেন্টিনা ব্রাজিল

রিও গ্রান্ডি

মেক্সিকো আমেরিকা যুক্তরাষ্ট্র

লিমপোপো

দক্ষিণ আফ্রিকা বতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে

সালুই

মায়ানমার থাইল্যান্ড


বিভিন্ন দেশের সীমানা সৃষ্টিকারী নদী গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ