ভারতের বিভিন্ন রাজ্যের আকরিক লোহার খনি গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Iron Mines In Different States Of India Bengali PDF
ভারতের আকরিক লোহা উত্তোলক খনি PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের উল্লেখযোগ্য আকরিক লৌহ খনি সম্পূর্ণ তালিকা
রাজ্য |
অঞ্চল |
ওড়িশা |
গুরুমহিসানি, বাদামপাহাড়, সুলাইপাত, বোনাই, কিরিবুরু, কোরাপুট, সুন্দরগড়, সম্বলপুর |
ছত্রিশগড় |
বায়লাডিলা, রাওঘাট, দল্লিরাজহারা |
কর্ণাটক |
বাবাবুদান পাহাড়, কেম্মানগুন্ডি, হসপেট, চিত্রদুর্গ, বেলারি |
গোয়া |
সিরিগাও, বিচলেমা, পিরনা, মাপুসা, সানকুয়েলিম, বারাজান, তোলসীআ |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
ঝাড়খন্ড |
নোআমুন্ডি, গুয়া, বুদাবুরু, পানসিরাবুরু |
অন্ধ্রপ্রদেশ |
নেল্লোর, কুদাপ্পা, কুর্ণুল, গুন্টুর খাম্বাস, অন্তপুর |
মহারাষ্ট্র |
রত্নগিরি, চান্দা, পিপিলগাও, লাহার, আকোলা, সিন্ধুদূর্গ, দেওয়ালগাও, গাদচিরোলি |
মধ্যপ্রদেশ |
জব্বলপুর, রাওঘাট, ছতরপুর, দাল্লিরাজহারা, বৈলাঢিলা |
রাজস্থান |
জয়পুর, আনোয়ার, বুন্দি, ভিলওয়ারা |
তামিলনাড়ু |
সালেম, তিরুচিরাপল্লী |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!