ভারতের প্রধান সমুদ্র বন্দর সমূহ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের উল্লেখযোগ্য সমুদ্র বন্দর সমূহ গুরুত্বপূর্ণ পিডিএফ ডাউনলোড | Major Sea Ports In India Bengali PDF


ভারতের-প্রধান-প্রধান-বন্দর-pdf
ভারতের প্রধান প্রধান বন্দর PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর গুলি কোন কোন রাজ্যে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের প্রধান প্রধান বন্দর তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের প্রধান বন্দর সমূহ সম্পূর্ণ তালিকা


বন্দর

অবস্থান

পূর্ব উপকূল

হলদিয়া

পশ্চিমবঙ্গ

কলকাতা

পশ্চিমবঙ্গ

পারাদ্বীপ

ওড়িশা

গোপালপুর

ওড়িশা

চাঁদবলি

ওড়িশা

বিশাখাপত্তনম (বঙ্গোপসাগরের তীরে একমাত্র প্রাকৃতিক বন্দর)

অন্ধ্রপ্রদেশ

মাসুলিপত্তনম

অন্ধ্রপ্রদেশ

কাকিনাড়া

অন্ধ্রপ্রদেশ

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

চেন্নাই (ভারতের দ্বিতীয় বৃহত্তম)

তামিলনাড়ু

নিউ তুতিকোরিন (তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম)

তামিলনাড়ু

ধনুশকোট্টি

তামিলনাড়ু

নোগাপত্তনম

তামিলনাড়ু

কন্যাকুমারী

তামিলনাড়ু

কারিকল

পন্ডিচেরি

পোর্ট ব্লেয়ার

 

আন্দামান নিকোবর

পশ্চিম উপকূল

ওখা

গুজরাট

ভারুচ

গুজরাট

কান্ডালা (পশ্চিম উপকূলের প্রধান, শুল্কমুক্ত)

গুজরাট

ভাবনাগর

গুজরাট

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ভেড়াভেল

গুজরাট

মান্ডবী

গুজরাট

সুরাট

গুজরাট

পোরবন্দর

গুজরাট

মুম্বাই (বৃহত্তম স্বাভাবিক বন্দর)

মহারাষ্ট্র

রত্নসেনা

মহারাষ্ট্র

নবসেনা

মহারাষ্ট্র

মহাবলীপুরম

মহারাষ্ট্র

মার্মাগাঁও

গোয়া

কারওয়ার

কর্ণাটক

নিউ ম্যাঙ্গালোর

কর্ণাটক

ভাটকাল

কর্ণাটক

কোঝিকোড়

কেরালা

তিরুবন্তপুরম

কেরালা

আলেপ্পি

কেরালা

কোচি

কেরালা

কুড্ডালর

তামিলনাড়ু

এন্নোর

তামিলনাড়ু

কন্যাকুমারী

তামিলনাড়ু


ভারতের প্রধান বন্দর সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ