এশিয়া মহাদেশের প্রধান নদ-নদী তালিকা পিডিএফ ডাউনলোড | Major Rivers Of Asia Bengali PDF
এশিয়া মহাদেশের প্রধান নদ নদী PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে এশিয়া মহাদেশের প্রধান নদ নদী সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।
এশিয়া মহাদেশের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ নদী গুলির উৎস, দৈর্ঘ্য, পতনস্থল ও উপনদী গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে এশিয়া মহাদেশের প্রধান নদ নদী সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
এশিয়া মহাদেশের প্রধান নদ নদী সম্পূর্ণ তালিকা
নদী (দৈর্ঘ্য) |
উৎস |
ওব (3650) |
আলতাই পর্বত |
ইনিসি (3487) |
সায়ন পর্বত |
আমুর (2824) |
ইয়াব্লনয় পর্বত |
ইয়াংসি (6300) |
তিব্বত মালভূমি |
সিকিয়াং (1957) |
ইউনান মালভূমি |
মেকং (4909) |
দাং কু লা পর্বত |
মেনাম (82) |
সান মালভূমি |
সালউইন (2800) |
ইউনান মালভূমি |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ইরাবতী (720) |
ইউনান মালভূমি |
ইউরাল (2428) |
ইউরাল পর্বত |
আমুদরিয়া (2500) |
হিন্দুকুশ পর্বত |
শিরদরিয়া (2212) |
তিয়েনশান পর্বত |
হেলমন্দ (1150) |
হিন্দুকুশ পর্বত |
জর্ডন (251) |
লেবানন উচ্চভূমি |
গঙ্গা (2704) |
গঙ্গোত্রী হিমবাহ |
হোয়াংহো (5464) |
কুয়েনলুন পর্বত |
লেনা (4294) |
বৈকাল পর্বত |
তারিম (1321) |
শিনছিয়ার উইগুর |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদ নদী তালিকা PDF Download করে নাও
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!