ইউরোপ মহাদেশের প্রধান নদ নদী তালিকা পিডিএফ ডাউনলোড | Major Rivers Of Europe Bengali PDF
ইউরোপ মহাদেশের প্রধান নদী PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ইউরোপ মহাদেশের প্রধান নদ নদী সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।
ইউরোপ মহাদেশের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ নদী গুলির উৎস, দৈর্ঘ্য, পতনস্থল ও উপনদী গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ইউরোপ মহাদেশের প্রধান নদ নদী সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ইউরোপ মহাদেশের প্রধান নদ নদী সম্পূর্ণ তালিকা
▶️এখানে নমুনা হিসেবে শুধুমাত্র নদীর দৈর্ঘ্য ও উৎস দেওয়া হল, সম্পর্কিত অন্যান্য সমস্ত তথ্য নিয়ে তৈরি তালিকার পিডিএফ নিচে দেওয়া হল:
নদী (দৈর্ঘ্য) |
উৎস |
দানিয়ুব (2775) |
ব্ল্যাক ফরেস্ট |
রাইন (1288) |
আল্পস পর্বত |
ভলগা (3865) |
ভলডাই পর্বত |
রোন (933) |
আল্পস পর্বত |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ডন (1960) |
ভলডাই পর্বত |
নীপার (1978) |
ভলডাই পর্বত |
নিস্টার (1440) |
ভলডাই পর্বত |
পেচোরা (1780) |
ইউরাল পর্বত |
সীন (756) |
মধ্যের উচ্চভূমি |
লয়ার (1014) |
মধ্যের উচ্চভূমি |
এলব (885) |
মধ্যে উচ্চভূমি |
ভিস্চলা (950) |
মধ্যের উচ্চভূমি |
উত্তর ডুইনা |
ইউরাল পর্বত |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
টেমস |
কটসওয়ার্ল্ড পাহাড় |
ক্লাইড |
লোথার পাহাড় |
ভেজার (480) |
মধ্য জার্মানি |
ওডার (732) |
চেক রিপাবলিকের পূর্বাংশ |
এব্রো (905) |
ক্যানটাব্রিয়ান পর্বত |
পো (650) |
আল্পস পর্বত |
ইউরোপ মহাদেশের উল্লেখযোগ্য নদ নদী তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!