উত্তর আমেরিকার প্রধান নদ নদী তালিকা পিডিএফ ডাউনলোড | Major Rivers Of North America Bengali PDF
উত্তর আমেরিকার প্রধান নদ নদী PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদ নদী সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।
উত্তর আমেরিকা মহাদেশের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ নদী গুলির উৎস, দৈর্ঘ্য, পতনস্থল ও উপনদী গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদ নদী সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদ নদী সম্পূর্ণ তালিকা
▶️এখানে নমুনা হিসেবে শুধুমাত্র নদীর দৈর্ঘ্য ও উৎস দেওয়া হল, সম্পর্কিত অন্যান্য সমস্ত তথ্য নিয়ে তৈরি তালিকার পিডিএফ নিচে দেওয়া হল:
নদী (দৈর্ঘ্য) |
উৎস |
মিসিসিপি (4120) |
ইটাস্কা হ্রদ |
সেন্ট লরেন্স (3058) |
অ্যাপেলেশিয়ান পর্বত |
ম্যাকেঞ্জি (4046) |
রকি পর্বত |
চার্চিল (1600) |
লেকলাপোস |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
মিসৌরি (3736) |
রকি পর্বত |
ওহাইও |
অ্যাপেলেশিয়ান উচ্চভূমি |
আরকানসাস (2350) |
রকি পর্বত |
রিও গ্রান্ডি (2700) |
স্যানহোয়ান পর্বত |
ইউকন (3210) |
রকি পর্বত |
কলম্বিয়া |
কলম্বিয়ার হ্রদ |
কলোরাডো (2333) |
রকি পর্বত এর গ্র্যান্ড অঞ্চল |
হাডসন |
অ্যাড্রিনড্যক পর্বত |
ফ্রেজার (1368) |
রকি পর্বত |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
স্যাক্রামেন্টো |
সিয়েরা নেভাদা |
স্যাঞ্জেকোয়ান |
সিয়েরা নেভাদা |
নেলসন (2666) |
ইউনিপেস হ্রদ |
উত্তর আমেরিকা মহাদেশের উল্লেখযোগ্য নদ নদী তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!