পৃথিবীর প্রধান ও বৃহত্তম হ্রদ সমূহের ক্ষেত্রফল গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

পৃথিবীর প্রধান ও বৃহত্তম হ্রদ সমূহ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Major Lakes Of The World Bengali PDF


বিশ্বের-বৃহত্তম-হ্রদ-সমূহ-pdf
বিশ্বের প্রধান প্রধান হ্রদ সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিশ্বের প্রধান ও বৃহত্তম হ্রদ সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।

পৃথিবীর বৃহত্তম বিভিন্ন হ্রদ সমূহ কোন কোন দেশে অবস্থান করছে এবং তাদের ক্ষেত্রফল কত, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিশ্বের বৃহত্তম হ্রদ সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

পৃথিবীর প্রধান প্রধান হ্রদ সমূহ সম্পূর্ণ তালিকা


নাম (অবস্থান)

আয়তন (বর্গ কিমি)

কাস্পিয়ান সাগর (এশিয়া ইউরোপ)

371000

সুপেরিয়র (উত্তর আমেরিকা)

82100

ভিক্টোরিয়া (আফ্রিকা)

68870

হুরণ (উত্তর আমেরিকা)

59600

মিশিগান (উত্তর আমেরিকা)

58000

টাঙ্গানিকা (আফ্রিকা)

32600

বৈকাল (এশিয়া)

31500

গ্রেট বিয়ার (উত্তর আমেরিকা)

31000

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

আরব সাগর (এশিয়া)

30700

মালাউই সাগর (আফ্রিকা)

29500

গ্রেট স্লেভ (কানাডা)

27000

ইরি (উত্তর আমেরিকা)

25700

উইনিপেগ (কানাডা)

24514

অন্টারিও (উত্তর আমেরিকা)

18960

বলখাস (কাজাখস্তান)

16400

ম্যারাকাইবো (ভেনিজুয়েলা)

13300

টিটিকাকা (পেরু বলিভিয়া)

8372

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram


বিশ্বের বৃহত্তম হ্রদ সমূহ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ