ভারতের প্রধান হ্রদ সমূহ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Major Lakes In India Bengali PDF
ভারতের উল্লেখযোগ্য হ্রদ সমূহ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের উল্লেখযোগ্য হ্রদ সমূহ সম্পূর্ণ তালিকা
হ্রদ |
অবস্থান |
লবণাক্ত জলের হ্রদ |
|
অষ্টমুদি হ্রদ |
কেরালা |
ভেম্বানাদ হ্রদ |
কেরালা, ভারতের বৃহত্তম |
চিল্কা হ্রদ |
ওড়িশা, ভারতের বৃহত্তম উপহ্রদ |
পুলিকট হ্রদ |
অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তে |
কালিভেলি হ্রদ |
তামিলনাড়ু |
প্যাংগং হ্রদ |
জম্মু-কাশ্মীর (লাদাখ) |
সম্বর হ্রদ |
রাজস্থান |
ভেরানপুরাহা হ্রদ |
কেরালা |
স্বাদু জলের হ্রদ |
|
ভিমতাল হ্রদ |
কুমায়ুন হিমালয় |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
চন্দ্রতাল হ্রদ |
হিমাচল প্রদেশ |
ডাল হ্রদ |
শ্রীনগর |
ভোজ হ্রদ |
মধ্যপ্রদেশ, সর্বাধিক দূষিত হ্রদ |
কোলেরু হ্রদ |
অন্ধ্রপ্রদেশ |
লোকটাক হ্রদ |
মনিপুর |
উলার হ্রদ |
কাশ্মীর, বৃহত্তম স্বাদু জলের হ্রদ |
রেনুকা হ্রদ |
হিমাচল প্রদেশ |
নাকো হ্রদ |
হিমাচল প্রদেশ |
সাততাল হ্রদ |
উত্তরাখণ্ড |
রূপকুন্ড হ্রদ |
উত্তরাখণ্ড |
সুরাজ তাল হ্রদ |
হিমাচল প্রদেশ |
সাংমো হ্রদ |
সিকিম |
ভিরানাম হ্রদ |
তামিলনাড়ু |
সাসথামকোটা হ্রদ |
কেরালা |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
কৃত্রিম হ্রদ |
|
হীমায়ূত সাগর হ্রদ |
হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
ওসমান সাগর হ্রদ |
হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
পুষ্কর হ্রদ |
রাজস্থান |
সুখনা হ্রদ |
পাঞ্জাব |
তাওয়া হ্রদ |
মধ্যপ্রদেশ |
শিবাজী সাগর |
মহারাষ্ট্র, বৃহত্তম কৃত্রিম হ্রদ |
ইন্দিরা সাগর |
মধ্যপ্রদেশ |
সর্দার সরোবর |
গুজরাট |
নাগার্জুন সাগর |
তেলেঙ্গানা |
গোবিন্দ সাগর |
হিমাচল প্রদেশ |
ধেবার হ্রদ |
রাজস্থান, প্রাচীনতম কৃত্রিম হ্রদ |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!