বঙ্কিম পুরস্কার প্রাপক ব্যাক্তিদের সম্পূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

বঙ্কিম পুরস্কার প্রাপক ব্যক্তিদের তালিকা পিডিএফ ডাউনলোড | Bankim Puraskar Winners Bengali PDF


বঙ্কিম-পুরস্কার-প্রাপকদের-তালিকা-পিডিএফ-ডাউনলোড
বঙ্কিম পুরস্কার প্রাপকদের তালিকা PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বঙ্কিম পুরস্কার প্রাপকদের গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

সম্প্রতি বঙ্কিম পুরস্কার কোন কোন বিখ্যাত ব্যক্তিগন পেয়েছেন, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বঙ্কিম পুরস্কার প্রাপকদের নাম তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বঙ্কিম পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা


সাল

পুরস্কার প্রাপক

1975 (প্রথম)

প্রবোধচন্দ্র সেন

1990

তপোবিজয় ঘোষ (কাল চেতনার গল্প), দিব্যেন্দু পালিত (ঢেউ)

1991

কমলকুমার মজুমদার

1992

অভিজিৎ সেন

1993

মণিশংকর মুখোপাধ্যায় (ঘরের মধ্যে ঘর)

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

1994

সৈয়দ মুস্তাফা সিরাজ (অলীক মানুষ)

1995

সন্দীপন চট্টোপাধ্যায় (গল্প সংকলন)

1996

নবারুণ ভট্টাচার্য

1997

গুণময় মান্না (মুঠে)

1998

অতীন বন্দ্যোপাধ্যায় (দুই ভারতবর্ষ), সুব্রত মুখোপাধ্যায় (রসিক)

1999

বাণী বসু (মৈত্রেয় জাতক)

2000

নারায়ণ সান্যাল (রূপমঞ্জরী - )

2001

সমীর রক্ষিত (দুধের আখ্যান), অমর মিত্র (অশ্বচরিত)

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

2002

চিত্ত ঘোষাল, তপন বন্দ্যোপাধ্যায়

2005

সাধন চট্টোপাধ্যায়, নবেন্দু ঘোষ (চাঁদ দেখেছিল)

2006

ঝড়েশ্বর চট্টোপাধ্যায়

2008

নলিনী বেরা

2010

অনিল ঘড়াই (অনন্ত দ্রাঘিমা)

2011

রবিশংকর বল (দোজাখনামা)

2012

কমল চক্রবর্তী

2014

রমানাথ রায়


বঙ্কিম পুরস্কার প্রাপকদের গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ