আনন্দ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

আনন্দ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের তালিকা পিডিএফ ডাউনলোড | Ananda Puraskar Winners Bengali PDF

আনন্দ-পুরস্কার-প্রাপ্ত-ব্যক্তিদের-তালিকা-পিডিএফ-ডাউনলোড
আনন্দ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের তালিকা PDF

🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে আনন্দ পুরস্কার প্রাপকদের গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

সম্প্রতি আনন্দ পুরস্কার কোন কোন বিখ্যাত ব্যক্তিগন পেয়েছেন, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে আনন্দ পুরস্কার প্রাপকদের নাম তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

আনন্দ পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা


সাল

পুরস্কার প্রাপক

1958

বিভূতিভূষণ মুখোপাধ্যায় (প্রফুল্ল কুমার স্মৃতি পুরস্কার), সমরেশ বসু (সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার)

1992

বিমল কর, তসলিমা নাসরিন

1993

সমরেশ বসু, ক্লিনটন বি সিলি

1994

শামসুর রহমান, অন্নদাশঙ্কর রায়, আনিসুজ্জামান, নরেন বিশ্বাস

1995

দেবারতি মিত্র, নজরুল ইসলাম

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

1998

তসলিমা নাসরিন

1999

এডওয়ার্ড ক্যামেরুন ডিউক, মন্দাক্রান্তা সেন, শিলা বসাক

2000

গৌরীপ্রসাদ ঘোষ সহ সম্পাদকমন্ডলী (ডিকশনারি)

2001

সুধীর চক্রবর্তী

2002

তিলোত্তমা মজুমদার (বসুধারা)

2006

উৎপল কুমার বসু

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

2007

ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী (হাতির বই)

2008

হাসান আজিজুল হক

2009

রণজিৎ গুহ (কোবির নাম সর্বনাম)

2010

সুনন্দা শিকদার (দয়াময়ীর কথা)

2011

গৌতম ভদ্র (ন্যাড়া বটতলায় যায় বার?)

2012

পিনাকী ঠাকুর (চুম্বনের ক্ষত)

2013

রামকুমার মুখোপাধ্যায় (ধনপতির সিংহলযাত্রা)

2014

অরিন্দম চক্রবর্তী (ভাত কাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস)

2015

স্বপ্নময় চক্রবর্তী (উপন্যাস- হলদে গোপাল)

2016

সুবীর দত্ত (তাবু মই শ্রেষ্ঠ কবিতা গুচ্ছ)

2017

আনিসুজ্জামান (বিপুলা পৃথিবী)

2018

সন্তোষ রানা (রাজনীতি এক জীবন)

2019

নলিনী বেরা (সুবর্ণরেণু সুবর্ণরেখা)


আনন্দ পুরস্কার প্রাপকদের গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ