আনন্দ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের তালিকা পিডিএফ ডাউনলোড | Ananda Puraskar Winners Bengali PDF
আনন্দ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের তালিকা PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
আনন্দ পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা
সাল |
পুরস্কার প্রাপক |
1958 |
বিভূতিভূষণ মুখোপাধ্যায় (প্রফুল্ল কুমার স্মৃতি পুরস্কার), সমরেশ বসু (সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার) |
1992 |
বিমল কর, তসলিমা নাসরিন |
1993 |
সমরেশ বসু, ক্লিনটন বি সিলি |
1994 |
শামসুর রহমান, অন্নদাশঙ্কর রায়, আনিসুজ্জামান, নরেন বিশ্বাস |
1995 |
দেবারতি মিত্র, নজরুল ইসলাম |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
1998 |
তসলিমা নাসরিন |
1999 |
এডওয়ার্ড ক্যামেরুন ডিউক, মন্দাক্রান্তা সেন, শিলা বসাক |
2000 |
গৌরীপ্রসাদ ঘোষ সহ সম্পাদকমন্ডলী (ডিকশনারি) |
2001 |
সুধীর চক্রবর্তী |
2002 |
তিলোত্তমা মজুমদার (বসুধারা) |
2006 |
উৎপল কুমার বসু |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
2007 |
ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী (হাতির বই) |
2008 |
হাসান আজিজুল হক |
2009 |
রণজিৎ গুহ (কোবির নাম ও সর্বনাম) |
2010 |
সুনন্দা শিকদার (দয়াময়ীর কথা) |
2011 |
গৌতম ভদ্র (ন্যাড়া বটতলায় যায় ক বার?) |
2012 |
পিনাকী ঠাকুর (চুম্বনের ক্ষত) |
2013 |
রামকুমার মুখোপাধ্যায় (ধনপতির সিংহলযাত্রা) |
2014 |
অরিন্দম চক্রবর্তী (ভাত কাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস) |
2015 |
স্বপ্নময় চক্রবর্তী (উপন্যাস- হলদে গোপাল) |
2016 |
সুবীর দত্ত (তাবু মই ও শ্রেষ্ঠ কবিতা গুচ্ছ) |
2017 |
আনিসুজ্জামান (বিপুলা পৃথিবী) |
2018 |
সন্তোষ রানা (রাজনীতি এক জীবন) |
2019 |
নলিনী বেরা (সুবর্ণরেণু সুবর্ণরেখা) |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!