রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ গুরুত্বপূর্ণ [PDF] | Sopoth.in

রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য জনিত রোগ তালিকা পিডিএফ ডাউনলোড | Rifferent Blood Disorders And Causes Bengali PDF


রক্তের-বিভিন্ন-উপাদান-এর-তারতম্যজনিত-রোগ-তালিকা-পিডিএফ
রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য জনিত রোগ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ তালিকা পিডিএফ শেয়ার করবো।

রক্ত যেসব বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, সেগুলির তারতম্যের কারণে যে সমস্ত রোগ বা ব্যাধি পরিলক্ষিত হয়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে রক্তের বিভিন্ন উপাদানের তারতম্যজনিত রোগ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

রক্তের বিভিন্ন উপাদানের তারতম্যজনিত রোগ সম্পূর্ণ তালিকা


রোগ

তারতম্য

পলিসাইথেমিয়া

লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়

অলিগো- সাইথিমিয়া বা অ্যানিমিয়া

লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়

সিকল সেল অ্যানিমিয়া

লোহিত রক্ত কণিকা অধিক হারে বিনাশের ফলে এই অ্যানিমিয়া হয়

মেগালবলাস্টিক অ্যানিমিয়া

খাদ্যে B12 B6 ভিটামিনের অভাবে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় না

পারনিসিয়াস অ্যানিমিয়া

ভিটামিন B12 এর অভাবে এই অ্যানিমিয়া হয়

নরমোসাইটিক অ্যানিমিয়া

অত্যাধিক রক্তপাতে ফলে লৌহের অভাবে এইরকম অ্যানিমিয়া হয়

লিউকোপেনিয়া

শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

লিউকিমিয়া বা লিউকোসাইথিমিয়া বা ব্লাড ক্যান্সার

শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়

থ্রম্বোসাইটোসিস

অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়

থ্রম্বোসাইটোপেনিয়া

অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়

থ্যালাসেমিয়া

হিমোগ্লোবিন সংশ্লেষের ত্রুটিজনিত বংশগত রোগ

হিমোলাইটিক অ্যানিমিয়া

লোহিত রক্ত কণিকার ভাঙ্গনের (হিমোলাইসিস) জন্য এই অ্যানিমিয়া হয়


রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ