রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য জনিত রোগ তালিকা পিডিএফ ডাউনলোড | Rifferent Blood Disorders And Causes Bengali PDF
রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য জনিত রোগ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
রক্তের বিভিন্ন উপাদানের তারতম্যজনিত রোগ সম্পূর্ণ তালিকা
রোগ |
তারতম্য |
পলিসাইথেমিয়া |
লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় |
অলিগো- সাইথিমিয়া বা অ্যানিমিয়া |
লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় |
সিকল সেল অ্যানিমিয়া |
লোহিত রক্ত কণিকা অধিক হারে বিনাশের ফলে এই অ্যানিমিয়া হয় |
মেগালবলাস্টিক অ্যানিমিয়া |
খাদ্যে B12 ও B6 ভিটামিনের অভাবে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় না |
পারনিসিয়াস অ্যানিমিয়া |
ভিটামিন B12 এর অভাবে এই অ্যানিমিয়া হয় |
নরমোসাইটিক অ্যানিমিয়া |
অত্যাধিক রক্তপাতে ফলে লৌহের অভাবে এইরকম অ্যানিমিয়া হয় |
লিউকোপেনিয়া |
শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
লিউকিমিয়া বা লিউকোসাইথিমিয়া বা ব্লাড ক্যান্সার |
শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় |
থ্রম্বোসাইটোসিস |
অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় |
থ্রম্বোসাইটোপেনিয়া |
অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় |
থ্যালাসেমিয়া |
হিমোগ্লোবিন সংশ্লেষের ত্রুটিজনিত বংশগত রোগ |
হিমোলাইটিক অ্যানিমিয়া |
লোহিত রক্ত কণিকার ভাঙ্গনের (হিমোলাইসিস) জন্য এই অ্যানিমিয়া হয় |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!