মানবদেহের বিভিন্ন মৌলের পরিমান গুরুত্বপূর্ণ [PDF] | Sopoth.in

মানবদেহে বিভিন্ন মৌলের পরিমান তালিকা পিডিএফ ডাউনলোড | Different Elements Amount In Human Body Bengali PDF


মানবদেহে-বিভিন্ন-মৌলের-পরিমান-তালিকা-পিডিএফ
মানবদেহে বিভিন্ন মৌলের পরিমান PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে মানবদেহে বিভিন্ন মৌলের শতকরা পরিমান তালিকা পিডিএফ শেয়ার করবো।

মানবদেহে গুরুত্বপূর্ণ বিভিন্ন মৌল গুলি কত কত পরিমাণে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে মানবদেহে বিভিন্ন মৌলের শতকরা পরিমান সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

মানবদেহে গুরুত্বপূর্ণ বিভিন্ন মৌলের পরিমান সম্পূর্ণ তালিকা


মৌল

পরিমাণ (শতাংশ)

অক্সিজেন

65.0

কার্বন

18.0

হাইড্রোজেন

10.0

নাইট্রোজেন

3.0

ক্যালসিয়াম

2.0

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ফসফরাস

1.1

পটাশিয়াম

0.35

সালফার

0.25

সোডিয়াম

0.15

ক্লোরিন

0.15

ম্যাগনেসিয়াম

0.05

লৌহ

0.004

কোবাল্ট

0.0000016

তামা

0.00015

ম্যাঙ্গানিজ

0.0003

আয়োডিন

0.00004


মানবদেহে বিভিন্ন মৌলের পরিমান তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ