দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা পিডিএফ ডাউনলোড | Dadasaheb Phalke Award Winners Bengali PDF


দাদাসাহেব-ফালকে-পুরস্কার-প্রাপকদের-তালিকা-পিডিএফ
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম কাকে দেওয়া হয়, সর্বশেষ কাকে দেওয়া হয়েছে এবং সম্প্রতি কারা কারা পেয়েছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক সম্পূর্ণ তালিকা


সাল

বিজেতা

1969

দেবিকা রানি

2001

যশ চোপড়া

2002

দেব আনন্দ

2003

মৃণাল সেন

2004

আদুর গোপালকৃষ্ণন

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

2005

শ্যাম বেনেগাল

2006

তপন সিংহ

2007

মান্না দে

2008

ভি কে মূর্তি

2009

ভি রমানাইডু

2010

কে বালাছন্দার

2011

সৌমিত্র চট্টোপাধ্যায়

2012

প্রাণ

2013

গুলজার

2014

শশী কাপুর

2015

মনোজ কুমার

2016

কাশীনাথুনি বিশ্বনাথ

2017

বিনোদ খান্না

2018

অমিতাভ বচ্চন (66 তম)

2021

রজনীকান্ত (67 তম)


দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ