প্রাণীদের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসরণ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Glands Of Animals And Secretions Bengali PDF
প্রাণীদের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসরণ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে প্রাণীদের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসরণ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ গুলি প্রাণীদেহের কোথায় কোথায় অবস্থান করে এবং তারা কিভাবে নিঃসরণ এর মাধ্যমে তাদের কাজ সম্পন্ন করে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে প্রাণীদের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসরণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
প্রাণীদের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসরণ সম্পূর্ণ তালিকা
গ্রন্থি |
নিঃসরণ |
অ্যাসিনাস গ্রন্থি |
মিউকাস ক্ষরণ করা, পিত্ত ক্ষরণ করা, অগ্ন্যাশয় রস ক্ষরণ করা |
অ্যাড্রিনাল গ্রন্থি |
অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এবং কয়েক প্রকার কর্টিকয়েড হরমোন নিঃসরণ করা |
অ্যাপোক্রাইন গ্রন্থি |
স্তনগ্রন্থির মতো খরন করা |
বার্থোলিন গ্রন্থি |
বিশেস রস ক্ষরণ করে মিলনকালে লুব্রিক্যান্ট এর কাজ করা |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ব্রুনার বর্ণিত গ্রন্থি |
মিউকাস ক্ষরণ করা |
বালবো ইউরেথ্রাল গ্রন্থি/ কাউপার গ্রন্থি |
বীর্য নির্গমনের জন্য ইউরেথ্রা কে সিক্ত রাখা |
সেরুমিনাস গ্রন্থি |
সেরুমেন নিঃসরণ করা |
গ্যাস্ট্রিক গ্ল্যান্ড (পেপটিক গ্রন্থি, অক্সিনটিক গ্রন্থি) |
পাক রস ক্ষরণ করা, পেপটিক গ্রন্থি থেকে পেপসিন এবং অক্সিনটিক গ্রন্থি থেকে HCl ক্ষরণ করা |
প্রাণীদের বিভিন্ন গ্রন্থির অবস্থান ও নিঃসরণ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!