বিভিন্ন প্রতীক চিহ্ন ও সংশ্লিষ্ট বিষয় তালিকা পিডিএফ ডাউনলোড | Different Symbols And Related Meanings Bengali PDF
বিভিন্ন প্রতীক চিহ্ন ও সংশ্লিষ্ট অর্থ PDF |
বিভিন্ন প্রতীক চিহ্ন ও সংশ্লিষ্ট অর্থ সম্পূর্ণ তালিকা
প্রতীক চিহ্ন |
সংশ্লিষ্ট বিষয়/ উপকরণ |
অর্ধনমিত পতাকা |
জাতীয় শোক |
উল্টো ভাবে উত্তোলিত পতাকা |
দুর্দশা বা দুর্দৈব |
কলো পতাকা (Black Flag) |
প্রতিবাদ |
হলুদ পতাকা (yellow flag) |
জাহাজে লাগানো থাকলে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগী রয়েছে |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
সাদা পতাকা (white flag) |
সন্ধি/ সাময়িক বিরতি |
লাল পতাকা (Red flag) |
বিপ্লব/ বিপদ সংকেত |
পতাকার উপরের অংশ নিচে থাকলে |
বিপর্যয় |
লাল ক্রস (Red cross) |
হাসপাতাল অথবা চিকিৎসা সংক্রান্ত উপকরণ |
সবুজ বাতি (green light) |
রাস্তা ফাঁকা এর সংকেত |
লাল বাতি (red light) |
ভয়ঙ্কর, অত্যন্ত প্রয়োজনীয় অথবা ট্র্যাফিকে থামবার সংকেত |
লাল ত্রিভুজ (red triangle) |
পরিবার পরিকল্পনা |
অলিভ দণ্ড (olive branch) |
শান্তি |
পায়রা (pigeon) |
শান্তি |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
কাল হস্তবন্ধনী (black armband) |
প্রতিবাদের চিহ্ন অথবা শোক সূচক |
পদ্ম (lotus) |
সংস্কৃতি এবং সভ্যতা |
চক্র (wheel) |
উন্নতি |
ইউনিয়ন জ্যাক (union jack) |
গ্রেট বৃটেনের জাতীয় পতাকা |
দুটো কোনাকুনি হার ও মাঝে মাথার খুলি |
বৈদ্যুতিক বিপদ |
একটি কালো কাপড়ে চোখ বাঁধা হাতে দারিপল্লা ধরা মহিলা |
ন্যায় বিচার |
সেলামরত মহারাজা |
এয়ার ইন্ডিয়া |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!