ভারতে প্রথম কখন কি শুরু হয় তালিকা পিডিএফ ডাউনলোড | Different First In India Things When And Where Bengali PDF
ভারতে প্রথম বিভিন্ন বিষয় কখন কোথায় শুরু হয় PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতে প্রথম কখন কি শুরু হয় সম্পূর্ণ তালিকা
বিষয় |
ব্যাখ্যা |
সংবাদপত্র |
1780 সালে জেমস অগাস্টাস হিকি এর সম্পাদনায় বেঙ্গল গেজেট সংবাদপত্র প্রবর্তন |
দূরদর্শন |
1959 সালে 15 সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন |
বেতার/ রেডিও |
মুম্বাই শহরে সর্বপ্রথম 1927 সালে বেতার কেন্দ্র স্থাপিত হয় |
সিনেমা |
1896 সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় মুম্বাই শহরে |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ছাপাখানা |
1772 সালে মাদ্রাজে পর্তুগিজরা প্রথম ছাপার কাজ শুরু করে |
বিদ্যুৎ উৎপাদন |
1896/1897 সালে দার্জিলিং সিদ্রাপং এ জলবিদ্যুৎ উৎপাদিত হয় |
ডাকটিকিট |
1852 সালে ভারতবর্ষের সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিট প্রচলন হয়, 1854 সালে এই ডাকটিকিট সমস্ত ভারতবর্ষে প্রসার লাভ করে |
রেলগাড়ি |
1853 সালে 16 এপ্রিল মুম্বাই থেকে থানে |
বৈদ্যুতিক রেলগাড়ি |
1925 সালে বোম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ি প্রচলন |
টেলিফোন |
1881 সালে কলকাতায় প্রথম টেলিফোন প্রবর্তন হয় |
বিমানবাহী ডাক |
1911 সালে এলাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত বিমানযোগে ডাকের প্রচলন হয় |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
ক্রিকেট |
1793 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয় |
ফুটবল |
বোম্বাই শহর 1802 সালে প্রথম মিলিটারি ও বোম্বাই আইল্যান্ড, দুই দলের মধ্যে ফুটবল খেলা হয় |
কৃত্রিম উপগ্রহ |
1975 সালে ভারতে সর্বপ্রথম রাশিয়ান রকেট এর সাহায্যে ভারতের তৈরি আর্যভট্ট কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় |
রেলওয়ে কোম্পানি |
গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি |
আণবিক বোমা বিস্ফোরণ |
1974 সালের 18 মে রাজস্থানের পোখরানে প্রথম আণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!