ভারতে প্রথম কখন কি শুরু হয় গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতে প্রথম কখন কি শুরু হয় তালিকা পিডিএফ ডাউনলোড | Different First In India Things When And Where Bengali PDF


ভারতে-প্রথম-কোথায়-কখন-কি-শুরু-হয়-তালিকা-পিডিএফ
ভারতে প্রথম বিভিন্ন বিষয় কখন কোথায় শুরু হয় PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতে প্রথম বিভিন্ন বিষয় কোথায় ও কখন শুরু হয় তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় ভারতের কোথায় ও কখন প্রথম শুরু হয়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতে প্রথম বিভিন্ন বিষয় কোথায় ও কখন শুরু হয় তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতে প্রথম কখন কি শুরু হয় সম্পূর্ণ তালিকা


বিষয়

ব্যাখ্যা

সংবাদপত্র

1780 সালে জেমস অগাস্টাস হিকি এর সম্পাদনায় বেঙ্গল গেজেট সংবাদপত্র প্রবর্তন

দূরদর্শন

1959 সালে 15 সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন

বেতার/ রেডিও

মুম্বাই শহরে সর্বপ্রথম 1927 সালে বেতার কেন্দ্র স্থাপিত হয়

সিনেমা

1896 সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় মুম্বাই শহরে

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ছাপাখানা

1772 সালে মাদ্রাজে পর্তুগিজরা প্রথম ছাপার কাজ শুরু করে

বিদ্যুৎ উৎপাদন

1896/1897 সালে দার্জিলিং সিদ্রাপং জলবিদ্যুৎ উৎপাদিত হয়

ডাকটিকিট

1852 সালে ভারতবর্ষের সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিট প্রচলন হয়, 1854 সালে এই ডাকটিকিট সমস্ত ভারতবর্ষে প্রসার লাভ করে

রেলগাড়ি

1853 সালে 16 এপ্রিল মুম্বাই থেকে থানে

বৈদ্যুতিক রেলগাড়ি

1925 সালে বোম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ি প্রচলন

টেলিফোন

1881 সালে কলকাতায় প্রথম টেলিফোন প্রবর্তন হয়

বিমানবাহী ডাক

1911 সালে এলাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত বিমানযোগে ডাকের প্রচলন হয়

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

 

 

 

ক্রিকেট

1793 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয়

ফুটবল

বোম্বাই শহর 1802 সালে প্রথম মিলিটারি বোম্বাই আইল্যান্ড, দুই দলের মধ্যে ফুটবল খেলা হয়

কৃত্রিম উপগ্রহ

1975 সালে ভারতে সর্বপ্রথম রাশিয়ান রকেট এর সাহায্যে ভারতের তৈরি আর্যভট্ট কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়

রেলওয়ে কোম্পানি

গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি

আণবিক বোমা বিস্ফোরণ

1974 সালের 18 মে রাজস্থানের পোখরানে প্রথম আণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়


ভারতে প্রথম কোথায় কখন কি শুরু হয় গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ