ভারতের বিভিন্ন মহিলা মুখ্যমন্ত্রী ও কার্যকাল গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের বিভিন্ন মহিলা মুখ্যমন্ত্রী তালিকা পিডিএফ ডাউনলোড | Female Chief Ministers Of India Bengali PDF


ভারতের-বিভিন্ন-মহিলা-মুখ্যমন্ত্রী-ও-কার্যকাল-তালিকা-পিডিএফ
ভারতের বিভিন্ন মহিলা মুখ্যমন্ত্রী PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত মহিলা মুখ্যমন্ত্রী ও তাদের কার্যকাল গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে যেসব মহিলাগণ দায়িত্ব পালন করেছেন, তাদের নাম ও কার্যকাল সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন মহিলা মুখ্যমন্ত্রী তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন মহিলা মুখ্যমন্ত্রী ও কার্যকাল সম্পূর্ণ তালিকা


মুখ্যমন্ত্রী

কার্যকাল

সুচেতা কৃপালিনী (উত্তর প্রদেশ)

2.10.1963-13.3.1967

নন্দিনী সতপতি (উড়িষ্যা)

14.6.1972-3.3.1973/ 6.3.1974-16.12.1976

শশীকলা কাকোদকার (গোয়া)

12.8.1973-27.4.1979

সায়েদা আনোয়ার তাইমুর (আসাম)

6.12.1980-30.6.1981

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

জানকি রামাচন্দ্রন (তামিলনাড়ু)

7.1.1988-30.1.1988

যে জয়ললিতা (তামিলনাড়ু)

24.6.1991-12.5.1996/ 14.5.2001-21.9.2001/ 2.3.2002-12.5.2006/ 16.5.2011-29.9.2014/ 23.5.2015-2016

রাজেন্দ্র কাউর ভিক্টাল (পাঞ্জাব)

21.1.1996-12.2.1997

রাবড়ি দেবী (বিহার)

25.7.1997-11.2.1999/ 9.3.1999-2.3.2000/ 11.3.2000-6.3.2005

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

সুষমা স্বরাজ (দিল্লি)

13.10.1998-3.12.1998

শীলা দীক্ষিত (দিল্লি)

3.12.1998-2013

উমা ভারতী (মধ্যপ্রদেশ)

8.12.2003-23.8.2004

বসুন্ধরা রাজে সিন্ধিয়া (রাজস্থান)

8.12.2003-11.12.2008

মায়াবতী (উত্তর প্রদেশ)

13.6.1995-18.10.1995/ 21.3.1997-21.9.1997/ 3.5.2002-29.8.2003/ 13.5.2007-7.3.2012

আনন্দিবেন প্যাটেল (গুজরাট)

21.5.2014-7.8.2016

মেহেবুবা মুফতি (জম্মু কাশ্মীর)

4.4.2016-20.6.2018

মমতা ব্যানার্জি (পশ্চিমবঙ্গ)

20.5.2011-বর্তমান


ভারতের মহিলা মুখ্যমন্ত্রী ও কার্যকাল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ