রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা [PDF] | Sopoth.in

রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা পিডিএফ ডাউনলোড | Different Organisations Of United Nations Bengali PDF


রাষ্ট্রসঙ্ঘের-বিভিন্ন-সংস্থার-সদর-দপ্তর-তালিকা-পিডিএফ
রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা পিডিএফ শেয়ার করবো।

রাষ্ট্রসঙ্ঘের অন্তর্গত গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা গুলি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাকাল ও সদর দপ্তর সম্পূর্ণ তালিকা


সংস্থার নাম

সদর দপ্তর

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO)

জেনেভা

ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO)

রোম

ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড (IMF)

ওয়াশিংটন

ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অফ এন্ড ডেভেলপমেন্ট (IBRD)

ওয়াশিংটন

ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানিসেশন (UNESCO)

প্যারিস

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)

জেনেভা

ওয়ার্ল্ড মেট্রলজিক্যাল অর্গানাইজেশন (WMO)

জেনেভা

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ইউনাইটেড নেশনস ইন্টার্নেশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড (UNICEF)

নিউইয়র্ক

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (IDA)

ওয়াশিংটন

ইন্টার্নেশনাল ফিনান্স করপরেশন (IFC)

ওয়াশিংটন

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO)

জেনেভা

ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (IAEA)

ভিয়েনা

ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট (UNCTAD)

জেনেভা


রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ