রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা পিডিএফ ডাউনলোড | Different Organisations Of United Nations Bengali PDF
রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার সদর দপ্তর PDF |
রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাকাল ও সদর দপ্তর সম্পূর্ণ তালিকা
সংস্থার নাম |
সদর দপ্তর |
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) |
জেনেভা |
ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) |
রোম |
ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড (IMF) |
ওয়াশিংটন |
ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অফ এন্ড ডেভেলপমেন্ট (IBRD) |
ওয়াশিংটন |
ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানিসেশন (UNESCO) |
প্যারিস |
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) |
জেনেভা |
ওয়ার্ল্ড মেট্রলজিক্যাল অর্গানাইজেশন (WMO) |
জেনেভা |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ইউনাইটেড নেশনস ইন্টার্নেশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড (UNICEF) |
নিউইয়র্ক |
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (IDA) |
ওয়াশিংটন |
ইন্টার্নেশনাল ফিনান্স করপরেশন (IFC) |
ওয়াশিংটন |
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) |
জেনেভা |
ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (IAEA) |
ভিয়েনা |
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট (UNCTAD) |
জেনেভা |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!