বিভিন্ন নদীর প্রাচীন নাম তালিকা পিডিএফ ডাউনলোড | Former Names Of Different Rivers Bengali PDF
বিভিন্ন নদীর প্রাচীন নাম PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন নদীর বর্তমান ও প্রাচীন নাম তালিকা পিডিএফ শেয়ার করবো।
উল্লেখযোগ্য বিভিন্ন নদীর বর্তমানে কি নাম রয়েছে এবং পূর্বে তারা কি নামে পরিচিত ছিল, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন নদীর প্রাচীন নাম সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
উল্লেখযোগ্য নদ নদীর প্রাচীন নাম সম্পূর্ণ তালিকা
বর্তমান নাম |
প্রাচীন নাম |
ইন্দাস |
সিন্ধু (প্রাচীন নাম), সিঙ্গি খম্বান (তিব্বতি নাম) |
শতদ্রু |
শুতুদ্রি (প্রাচীন নাম), জারোদ্রোস (গ্রিক নাম), লঙ্গেচীন খম্বব (তিব্বতি নাম) |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
বিয়াস |
বিপাশা (প্রাচীন নাম), হিফ্যাসিস (গ্রিক নামধ |
রাভি |
ইরাবতী, পারুষ্নি (প্রাচীন নাম) |
চেনাব |
চন্দ্রভাগা, অসিকিনি (প্রাচীন নাম) |
ঝিলাম |
বিতস্তা (প্রাচীন নাম), হিদাসপিস (গ্রিক নাম) |
বেতোয়া |
বেত্রাবতী |
কৃষ্ণা |
কৃষ্ণবেনা, কৃষ্ণবেনি, কানহাপেন্না (প্রাচীন নাম) |
ব্রহ্মপুত্র |
ডিহং, সাংপো (তিব্বতি নাম) |
চম্বল |
চর্মনবতী |
লুনি |
সাগরমতি |
বিভিন্ন নদীর বর্তমান ও পূর্ববর্তী নাম তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!