দন্তোদ্গম এর বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

দন্তোদ্গমের বিভিন্ন প্রকার তালিকা পিডিএফ ডাউনলোড | Different Types Of Dentition Bengali PDF


দন্তোদ্গমের-বিভিন্ন-প্রকার-তালিকা-পিডিএফ-ডাউনলোড
দন্তোদ্গমের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ তালিকা PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে দন্তোদগমের বিভিন্ন প্রকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

দন্তোদ্গমের বিভিন্ন প্রকার ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে দন্তোদগমের বিভিন্ন প্রকার তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

দন্তোদ্গমের বিভিন্ন প্রকার সম্পূর্ণ তালিকা


প্রকার

বৈশিষ্ট্য

হোমোডন্ট (Homodont)

দাঁতগুলি যখন একই রকমের হয় মাছ, উভচর, সরীসৃপ প্রাণীর দাঁত এরকম হয়

হেটারোডন্ট (Heterodont)

দাঁতগুলি যখন ভিন্ন প্রকারের হয় যেমন- কৃদক (incisor), ছেদক (canine), পুরঃ পেষক (premolar), পেষক (molar) স্তন্যপায়ীদের দাঁত এরূপ হয়

প্লিউরোডন্ট (Pleurodont)

দাঁতগুলি যখন দুপাশ থেকে চোয়ালের রিমে সংলগ্ন থাকে, কতিপয় গিরগিটি স্তন্যপায়ীদের এরূপ দাঁত দেখা যায়

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

থেকোডন্ট (Thecodont)

দাঁতগুলির মূলদেশ চোয়ালের গভীরে প্রোথিত থাকে বিশেষ করে চোয়ালের অস্থির সকেটে বসানো থাকে, স্তন্যপায়ীদের এরকম দাঁত হয়

অ্যাক্রোডন্ট (Acrodont)

এক্ষেত্রে দাঁতগুলি চোয়ালের

অস্থির কিনারায় একেবারে সেঁটে থাকে উভচর সরীসৃপের এরূপ হয়

মনোফাইওডন্ট (Monophyodont)

যখন সারা জীবন ধরে এক রকমের দাঁত উপস্থিত থাকে

ডাইফিওডন্ট (Diphyodont)

যখন সারা জীবনে দুবার দাঁত ওঠে, দুধে দাঁত স্থায়ী দাঁত  স্তন্যপায়ীদের এরূপ দাঁত থাকে

পলিফাইওডন্ট (Polyphyodont)

যখন সারা জীবনে অনেকবার দাঁত ওঠে, সরীসৃপ এরূপ দাঁত দেখা যায়

লোফোডন্ট (Lophyodont)

পেষক পুরঃপেষক এর শিখরে যখন এনামেলের রিজ উপস্থিত থাকে গরু, ঘোড়া, হাতি প্রভৃতির দাঁত এরূপ হয়

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

 

 

 


দন্ত উদগমের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ