দন্তোদ্গমের বিভিন্ন প্রকার তালিকা পিডিএফ ডাউনলোড | Different Types Of Dentition Bengali PDF
দন্তোদ্গমের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ তালিকা PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
দন্তোদ্গমের বিভিন্ন প্রকার সম্পূর্ণ তালিকা
প্রকার |
বৈশিষ্ট্য |
হোমোডন্ট (Homodont) |
দাঁতগুলি যখন একই রকমের হয়। মাছ, উভচর, সরীসৃপ প্রাণীর দাঁত এরকম হয় |
হেটারোডন্ট (Heterodont) |
দাঁতগুলি যখন ভিন্ন প্রকারের হয়। যেমন- কৃদক (incisor), ছেদক (canine), পুরঃ পেষক (premolar), পেষক (molar)। স্তন্যপায়ীদের দাঁত এরূপ হয় |
প্লিউরোডন্ট (Pleurodont) |
দাঁতগুলি যখন দুপাশ থেকে চোয়ালের রিমে সংলগ্ন থাকে, কতিপয় গিরগিটি ও স্তন্যপায়ীদের এরূপ দাঁত দেখা যায় |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
থেকোডন্ট (Thecodont) |
দাঁতগুলির মূলদেশ চোয়ালের গভীরে প্রোথিত থাকে। বিশেষ করে চোয়ালের অস্থির সকেটে বসানো থাকে, স্তন্যপায়ীদের এরকম দাঁত হয়। |
অ্যাক্রোডন্ট (Acrodont) |
এক্ষেত্রে দাঁতগুলি চোয়ালের অস্থির কিনারায় একেবারে সেঁটে থাকে। উভচর ও সরীসৃপের এরূপ হয়। |
মনোফাইওডন্ট (Monophyodont) |
যখন সারা জীবন ধরে এক রকমের দাঁত উপস্থিত থাকে |
ডাইফিওডন্ট (Diphyodont) |
যখন সারা জীবনে দুবার দাঁত ওঠে, দুধে দাঁত ও স্থায়ী দাঁত। স্তন্যপায়ীদের এরূপ দাঁত থাকে |
পলিফাইওডন্ট (Polyphyodont) |
যখন সারা জীবনে অনেকবার দাঁত ওঠে, সরীসৃপ এরূপ দাঁত দেখা যায় |
লোফোডন্ট (Lophyodont) |
পেষক ও পুরঃপেষক এর শিখরে যখন এনামেলের রিজ উপস্থিত থাকে। গরু, ঘোড়া, হাতি প্রভৃতির দাঁত এরূপ হয় |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!