সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তালিকা [PDF] | Sopoth.in

সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তালিকা পিডিএফ ডাউনলোড | Important Informations Of Photosynthesis Bengali PDF


সালোকসংশ্লেষ-সম্পর্কে-গুরুত্বপূর্ণ-তথ্য-তালিকা-পিডিএফ
সালোকসংশ্লেষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তালিকা পিডিএফ শেয়ার করবো।

সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সঙ্গে সম্বন্ধিত গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে সালোকসংশ্লেষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ তালিকা


বিষয়

ব্যাখ্যা

সালোকসংশ্লেষের প্রধান স্থান

পাতার মেসোফিল কলা

সালোকসংশ্লেষ কারী একক

কোয়ান্টোজোম বা ক্লোরোফিল অনুর সংগঠন

সালোকসংশ্লেষ কারী অঙ্গ

সবুজ পাতা

সালোকসংশ্লেষ কারী কান্ড

লাউ, কুমড়ো, পুঁই, ফনিমনসা ইত্যাদির সবুজ কান্ড

সালোকসংশ্লেষ কারী রঞ্জক

ক্লোরোফিল

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

সালোকসংশ্লেষ কারী অঙ্গানু

ক্লোরোপ্লাস্ট

সালোকসংশ্লেষ কারী মূল

রাস্না, পানিফল অর্কিডের সবুজ মূল, গুলঞ্চের আত্তীকরণ মূল এবং সিরিয়াস নামক ক্যাকটাসের অস্থানিক মূল

সালোকসংশ্লেষ কারী বৃতি

শালুক, চালতা প্রকৃতির সবুজ ফুলের বৃতি

সালোকসংশ্লেষ কারী দলমন্ডল

আতা, কাঁঠালিচাঁপা প্রকৃতির সবুজ দলমন্ডল

সালোকসংশ্লেষ কারী ব্যাকটেরিয়া

রোডো সিউডোমোনাস, রোডোস্পাইরিলাম

সালোকসংশ্লেষ কারী প্রাণী

ইউগ্লিনা ক্রাইসামিবা

সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটনাস্থল

ক্লোরোপ্লাস্টের গ্রানা

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটনাস্থল

ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা

সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়

ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে

সূর্যালোকের থেকে কত তরঙ্গদৈর্ঘ্যে সালোকসংশ্লেষ হয়

400nm থেকে 700nm

সালোকসংশ্লেষ বেশিমাত্রায় সক্রিয় বা কার্যকরী হয়

লাল নীল বর্ণে

খাদ্যের মূল উৎস

সালোকসংশ্লেষ

সালোকসংশ্লেষ প্রক্রিয়া দশা

আলোক দশা অন্ধকার দশা


সালোকসংশ্লেষ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ